ঠাঁই নেই কলকাতার হসপিটালে , চরম ‘বেড’ সংকটের মধ্যে শহরের করোনা আক্রান্তরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ :ঠাঁই নেই ঠাঁই নেই অবস্থা প্রায় গোটা শহরেই। চরম সমস্যায় পড়েছে কলকাতা শহরের করোনা আক্রান্ত রোগিরা। কারণ শহরের সরকারি হোক বা বেসরকারি, রোগিদের জন্য কোথাও বেড নেই। বিশেষ করে বেসরকারি হাসপাতালগুলি ভুগছে বেডের অপ্রতুলতার সংকটে । কলকাতার একাধিক সরকারি হাসপাতালও ভুগছে এমনকি চরম বেড সংকটে।

শুধুমাত্র বেডের অপ্রতুলতার জন্য মূলত করোনা রোগি ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে বেলেঘাটা আই ডি, কলকাতা মেডিক্যাল কলেজের মতো হাসপাতাল গুলি। এদিকে শহরের বেসরকারি হাসপাতালগুলিরও তথৈবচ অবস্থা। এমনকি করোনা ওয়ার্ডে কোনো বেড নেই মুকুন্দপুর আমরি, কোঠারির মতো বড় বড় হাসপাতালেও। ফলে ক্রমশ বাড়ছে সমস্যা।

এদিকে, কলকাতা প্রতিদিনই রেকর্ড করেছে দৈনিক সংক্রমণে। প্রতিদিন করোনা সংক্রমণ যে হারে বাড়ছে, তাতে আতঙ্ক আরও বাড়ছে। রোগির সংখ্যা ক্রমশ বাড়লেও একই জায়গায় বেডের সংখ্যা । তাই খালি হাতেই রোগির পরিবারকে ফিরতে হচ্ছে শহরের সর্বত্র। কলকাতায় ৩জনের মৃত্যু হয়েছে২৪ ঘন্টায়। পুরসভার স্বাস্থ্য বিভাগ জানাচ্ছে শহরে প্রতি দশ জনের মধ্যে এখন একজন করোনা আক্রান্ত হচ্ছেন। দৈনিক সংক্রমণের হার ৮.৩১ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১০.১০ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *