ডাবল ইঞ্জিন মধ্যপ্রদেশে খাতার ছেঁড়া পাতায় মিড ডে মিল পড়ুয়াদের, সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সরব হল কংগ্রেস

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এদিক-ওদিক জল জমে রয়েছে। খোলা আকাশের নীচে স্যাঁতস্যাঁতে মেঝেতে খবরের কাগজ পেতে খাওয়ানো হচ্ছে মিড ডে মিল। কয়েকমাস আগে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের শেওপুর জেলার এক স্কুলের এমন বেহাল দশা নিয়ে সরব হয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পরের দিকে সেরাজ্যের কাটনি জেলায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাইরে খুদেদের প্লেট থেকে ছাগলকেও খাবার খেতে দেখা যায়। এবার মইহার জেলা। খাবার দেওয়ার কোনও থালা-প্লেট নেই। অগত্যা সাধারণতন্ত্র দিবসের ‘স্পেশাল’ মিড ডে মিল পরিবেশন করা হল খাতার ছেঁড়া পাতা আর ফেলে দেওয়া কাগজে।

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো। দেখা যাচ্ছে, মইহারের ভাটিগাঁও গ্রামের গভর্নমেন্ট হাইস্কুলে মেঝেতে লাইন করে বসেছে ছাত্র-ছাত্রীরা। পুরোনো খাতার ছেঁড়া পাতায় তাদের খেতে দেওয়া হচ্ছে পুরী ও হালুয়া। এনিয়েই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সরব হয়েছে হাত শিবির। কংগ্রেসের বক্তব্য, গেরুয়া জমানায় দেশের ভবিষ্যৎ প্রজন্মের এমনই করুণ দশা। বাচ্চাদের খাওয়ার থালা পর্যন্ত নেই। ক্ষমতাসীন সরকার ও প্রশাসন পুরোপুরি ব্যর্থ। চাপে পড়ে শেষমেশ নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। ওই স্কুলের প্রিন্সিপালকে সরানোর কাজ শুরু হয়েছে। মইহারের জেলাশাসক রানি বাতাদ জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *