‘ডিজিটাল অ্যারেস্ট এক মাসের উপর’! বৃদ্ধা খোয়ালেন কোটি কোটি টাকা
বেস্ট কলকাতা নিউজ : যতই দিন যাচ্ছে বেড়ে চলেছে ডিজিটাল গ্রেফতারির ফাঁদ। এবার ‘ডিজিটাল অ্যারেস্ট’ হয়ে প্রায় ৪ কোটি টাকা খোয়ালেন মুম্বইয়ের প্রৌঢ়া। তারই সঙ্গে ঘটে গেল এখনো অবধি, সবচেয়ে বেশিদিন ‘ডিজিটাল অ্যারেস্ট’ হওয়ার ঘটনা। দক্ষিণ মুম্বইয়ের ৭৭ বছর বয়সী এক বৃদ্ধা এক মাসেরও বেশি সময় বাড়িতেই ডিজিটাল গ্রেফতার হয়ে থাকলেন। প্রতারকদের ফাঁদে পড়ে হারালেন ৩.৮ কোটি টাকা।
পুলিশ সূত্রে খবর, প্রতারিত বৃদ্ধা তাঁর স্বামীর সঙ্গে দক্ষিণ মুম্বইয়ের একই আবাসনে থাকেন। তাঁদের দুই সন্তান থাকেন বিদেশে। জানা গিয়েছে সেপ্টেম্বরে একটি অচেনা নম্বর থেকে তাঁর হোয়াটসঅ্যাপে একটি ফোন আসে। মহিলাক বলা হয়, তাইওয়ানে পাঠানো বৃদ্ধার একটি পার্সেল বাজেয়াপ্ত হয়েছে। তার মধ্যে ড্রাগস পাওয়া গিয়েছে। বৃদ্ধা জানান তাইওয়ানে তিনি কোনও পার্সেল পাঠাননি। তখন বৃদ্ধাকে বলা হয়, তাঁর নামে পাঁচটি পাসপোর্ট, একটি এটিএম কার্ড, কিছু কাপড় এবং কিছু মাদক দ্রব্য পাওয়া গিয়েছে। অপর প্রান্ত প্রতারকরা নিজেদের পুলিশ বলে পরিচয় দেয়। এর পরেও বৃদ্ধা পার্সেল পাঠানোর বিষয়টি অস্বীকার করলে বৃদ্ধাকে তাঁর আধার কার্ডের বিশদ বিবরণ জানানো হয়।