তামিলনাড়ুর সমুদ্র সৈকত থেকে নতুন প্রাণীর সন্ধান পেলেন বিজ্ঞানীরা
বেস্ট কলকাতা নিউজ : দক্ষিণ আফ্রিকা, চিন ও কোরিয়ার পর ভারতে মিলল সমুদ্রবান্ধব প্রাণী ৷ তামিলনাড়ুর সমুদ্র সৈকত থেকে গবেষকরা এই বিরল প্রজাতির কৃমি আবিষ্কার করেন ৷ যা সমুদ্রের স্বাস্থ্যের জন্য ভালো ৷ এটি মুক্ত – জীবিত সামুদ্রিক নেমাটোডের নতুন প্রজাতি। এই প্রজাতি আবিষ্কার করেছেন জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া’র (ZSI) গবেষকরা । সিনিয়র বিজ্ঞানী ডঃ আনজুম রিজভি এবং তাঁর ছাত্রী রিতিকা দত্ত তামিলনাড়ুর বালুকাময় সমুদ্র সৈকতে এই বিরল প্রজাতির সন্ধান পেয়েছেন ।
এই নেমাটোডের নাম রাখা হয়েছে, ‘ফেরোনাস জয়রাজপুরি দত্ত ও রিজভি, 2025’ ৷ ভারতীয় নেমাটোলজিস্ট প্রয়াত অধ্যাপক এমএস জয়রাজপুরির সম্মানে নতুন প্রজাতির নামকরণ করা হয়েছে। গবেষকরা বলছেন, ফেরোনাস জয়রাজপুরি দত্ত এবং রিজভি নামের এই নতুন প্রজাতিটি বিরল। এই সামুদ্রিক নেমাটোডগুলি আমাদের মহাসাগরের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপকূলীয় বাস্তুতন্ত্র কতটা ভালোভাবে কাজ করছে তা মূল্যায়নের জন্য গুরুত্বপূর্ণ সূচক হিসেবেও কাজ করে।

প্রথমবার ভারতে মিলল এই প্রজাতি :- সিনিয়র বিজ্ঞানী ডঃ আনজুম রিজভি ইটিভি ভারতকে বলেন, “ফেরোনাস জয়রাজপুরি আবিষ্কারের আগে, ফেরোনাস গণের আরও দু’টি প্রজাতি আবিষ্কার হয়েছে । যার একটি ১৯৬৬ সালে দক্ষিণ আফ্রিকায় পাওয়া গিয়েছিল। আরেকটি প্রায় ৫০ বছর বাদে (২০১৫) সালে চিনে পাওয়া গিয়েছিল। চিনে পাওয়া ওই প্রজাতি ২০২৩ সালে কোরিয়াতেও পাওয়া গিয়েছিল। এবার ৩ নম্বর প্রজাতিটি পাওয়া গেল ভারতে। যাঁরা সমুদ্রের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এদিকে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পরিচালক ডঃ ধৃতি বন্দ্যোপাধ্যায় বলেন, “ফেরোনোস জয়রাজপুরি দত্ত ও রিজভি, ২০২৫ আবিষ্কার ভারতের উপকূলরেখা বরাবর লুকনো গভীর জীববৈচিত্র্যের প্রমাণ । এই নতুন প্রজাতি আবিষ্কারটি বিশ্বব্যাপী নেমাটোড বৈচিত্র্যের রহস্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গণ্য হবে। আমাদের সামুদ্রিক পরিবেশের অব্যাহত অনুসন্ধান এবং ডকুমেন্টেশনের জরুরি প্রয়োজনীয়তাকেও জোরদার করবে।”