তিহানা চা বাগানে চা শ্রমিকদের সাথে কথা বললেন জেলা সভাপতি
নিজস্ব সংবাদদাতা : তিহানা চা বাগানে চা শ্রমিকদের সাথে কথা বললেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ। তিনি তিহানা চা বাগানে গিয়ে কথা বলেন চা শ্রমিকদের সাথে। তিনি তাদের ছেলেমেয়েদের সাথেও কথা বলেন অনেকটা। তিনি অনেকটা সময় কাটান ওই সব ছোট ছোট ছাত্রছাত্রীদের সাথে। চা শ্রমিকদের মধ্যে যারা মহিলা তারা জানান তাদের বিভিন্ন সমস্যার কথা। তারা তাদের ছেলেমেয়েদের পড়াশোনা করাতে পারছেন না এবং প্রচণ্ড সমস্যা নিয়ে সময় কাটাচ্ছেন এটাও জানালেন। জেলা সভাপতি সবকিছু শুনে নিয়ে তাদের সাথে আলাদা আলাদা করে কথা বলবেন বলে জানান। তিনি আরো জানান আমি ওদের সব কথা শুনেছি এবং ওদের পাশে থাকতে চেষ্টা করছি। ওদের অবস্থা এই মূহুর্তে একেবারেই ভালো নেই। আমাদের তৃণমূল সরকার চেষ্টা করে চলেছে ওদের স্বাভাবিক জীবনে নিয়ে আসবার জন্য। আমি নিজেও চেষ্টা করব যাতে ওরা যেভাবে দিন কাটাচ্ছে তার চাইতে যাতে একটু ভালো থাকতে পারে। অনেক শ্রমিকের নিজের ঘরবাড়ি নেই দেখা যাক আমি কতটা কি করতে পারি বলে জানালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ।