তোড়জোড় চলছিল ময়নাতদন্তের, সেই ফাঁকে মৃতার গা থেকে সমস্ত সোনার গয়না সাফ হল খোদ হাসপাতালের মধ্যেই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : হাসপাতালেই সোনার গয়না চুরি। তাও আবার মৃতদেহের গা থেকে। এ ঘটনাতেই ব্যাপক চাঞ্চল্য জলপাইগুড়িতে। ময়নাগুড়ি বার্নিশ গ্রাম পঞ্চায়েতের মরিচ বাড়ি গ্রামের বাসিন্দা মনখুশি বাওয়ালি (৬৫) শ্বাসকষ্টে ভুগছিলেন। সোমবার রাতে তাঁকে জলপাইগুড়িতে সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে আসে তাঁর পরিবারের সদস্যরা। কিন্তু, শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা জানিয়ে দেন তাঁর দেহে আর প্রাণ নেই। শুরু হয় ময়নাতদন্তের তোড়জোড়। সে কারণেই পরিবারের সদস্যরা দেহ হাসপাতালে রেখে চলে যান।

এদিন সকালে পরিবারের লোকজন এসে দেখেন মনখুশির মুখ একদিক থেকে অন্য দিকে ঘুরিয়ে রাখা হয়েছে। আর তাঁর শরীরে যে সমস্ত গয়না ছিল সব উধাও। তা দেখেই চোখ কপালে উঠে যায় তাঁদের। দেখা মাত্রই বিষয়টি তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। একইসঙ্গে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগও দায়ের হয়। খবর চাউর হতেই ব্যাপক শোরগোল পড়ে যায় হাসপাতালের অভ্যন্তরে। কে বা কারা এই কাজ করল তা নিয়ে এদিন তৈরি হয় এক চরম ধোঁয়াশা। এদিকে অভিযোগ দায়ের হতেই নড়েচড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিক্রিয়া দিয়েছেন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের MSVP ডাক্তার কল্যাণ খাঁ। উদ্বেগের সঙ্গেই তিনি বলেন , আমরা হাসপাতালে আসা সমস্ত রোগীর পরিজনদের সবসময় গয়না, টাকা অন্য কোনও মূল্যবান জিনিস রোগীর সঙ্গে রাখতে না বলি। এ ক্ষেত্রে সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হয় । অন্যদিকে এদিন পুলিশও পুরোদমে তদন্ত শুরু করে। কথা বলা হয় মৃতার পরিবারের সদস্যদের সঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *