দত্তপুকুর থেকে উদ্ধার হল তিন টন নিষিদ্ধ শব্দবাজি, অবশেষে গ্রেফতার হল কারখানার মালিক
বেস্ট কলকাতা নিউজ : অতীত থেকে শিক্ষা নিয়ে প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করল পুলিশ। আচমকা অভিযান চালিয়ে এমনকি উদ্ধারও করা হয়প্রায় তিন টন নিষিদ্ধ শব্দবাজি। জানা গেছে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার পুলিশ এদিন নীলগঞ্জের নারায়ণপুরের জলসুখা এলাকার একটি বেআইনি বাজি কারখানায় বিশেষ অভিযান চালায় ৷ সেখান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি। ঘটনায় অবশেষে কারখানার মালিককেও গ্রেফতার করা হয়। তার নাম খোদা বক্স ৷ শেষমেশ ধৃতকে এদিন বারাসত আদালতে পেশ করা হলে বিচারক তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।

এই বিষয়ে বারাসত পুলিশ জেলার অতিরিক্ত সুপার স্পর্শ নীলাঙ্গী বলেন, “বিভিন্ন সূত্র থেকে আমাদের কাছে খবর আসছিল দত্তপুকুরের নীলগঞ্জ এলাকায় বেআইনিভাবে বাজি কারখানা চালানো হচ্ছে। অভিযান চালিয়ে অবশেষে সেখান থেকে বিপুল পরিমাণ বাজি উদ্ধার করা হয়। খোদা বক্স নামে একজনকে গ্রেফতারও করা হয় এই ঘটনায়। ধৃতকে হেফাজতে নিয়ে বেআইনি বাজি কারখানা সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা হবে ও জানান তিনি।”
এদিকে বেশ কিছুদিন ধরে বিভিন্ন সূত্র থেকে খবর আসছিল, উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের বিভিন্ন এলাকায় ফের গোপনে বাজি তৈরি শুরু হয়েছে। এরপরই এদিন ভোররাতে আচমকা অভিযান চালায় পুলিশ। তিন টন শব্দবাজির পাশাপাশি বাজি তৈরির মশলাও উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, সারি সারি বাক্সে এই বিপুল পরিমাণ শব্দ বাজি মজুত করা হয়েছিল। সেগুলো অন্যত্র বিক্রি করার পরিকল্পনা ছিল ধৃত ব্যাক্তির। তার আগেই বিষয়ে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল দত্তপুকুর থানার পুলিশ।