দার্জিলিং জেলা আইনজীবী সেলের পক্ষ থেকে এস আই আর কে নিয়ে আয়োজিত হল এক বিরাট প্রতিবাদ সভা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : এস আই আর কে নিয়ে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে চলছে একাধিক প্রতিবাদ সভা। এস আই আর কে নিয়ে মূলত তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ চলছে গোটা রাজ্য জুড়ে। এবার বাদ গেল না তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা আইনজীবী সেল। দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলের তরফ থেকে শিলিগুড়ি ভেনাস মোড়ে এক প্রতিবাদ সভা আয়োজিত হয়। এদিন আইনজীবী সেলের তরফ থেকে সুস্মিতা বোস মৈত্র মুকুল চক্রবর্তী এবং অন্যান্য বিশিষ্ট আইনজীবী তাদের বক্তব্য তুলে ধরেন। শিলিগুড়ির বিশিষ্ট আইনজীবী সুস্মিতা বোস মৈত্র জানান যেদিন থেকে বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায় এসেছে সেদিন থেকে মানুষের উপর একটার পর একটা চিন্তার বোঝা চাপিয়ে যাচ্ছে। অথচ অন্যদিকে দেখুন কোন সমস্যার কিন্তু সমাধান নেই। এখন এস আই আর কে নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এই বিজেপি সরকার। এস আই আর এর বলি হলেন কয়েকজন নিরীহ মানুষ, আরো কতজন অসুস্থ হয়ে আছেন বলার নেই। তাই আমাদের তরফ থেকে শুধু শিলিগুড়ি নয় গোটা রাজ্যে আইনজীবীদের প্রতিবাদ মিছিল আগামী দিনে অনুষ্ঠিত হবে। মানুষকে চিন্তিত করে এস আই আর করতে দেওয়া হবে না বলেও এদিন জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *