দিনেদুপুরে সীমান্ত দিয়ে ভারতে ঢুকল খোদ বাংলাদেশের ২ BGB জওয়ান, হাতেনাতে ধরে ফেলল বিএসএফ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সুযোগ পেয়েই চালাকি! চুপিচুপি ভারতের ভূখণ্ডে ঢুকে পড়েছিল বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর দুই গার্ড, হাতে আবার অস্ত্রশস্ত্র নিয়ে। তবে বিএসএফের চোখে ধুলো দেওয়া এত সহজ নয়। হাতেনাতে ওই দুই বিজিবি গার্ডকে ধরে ফেলল বিএসএফ। চলতি মাসের ২১ অগস্ট ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে ঢুকে পড়ে সশস্ত্র বিজিবির দুই জওয়ান। রাতের অন্ধকারে ভুল করে নয়, ভর দুপুরে সীমান্ত পার করে তারা ত্রিপুরার কামথানা গ্রামে ঢুকে পড়ে। তবে বিএসএফের কানে ঠিক খবর চলে যায়। সঙ্গে সঙ্গে আটক করা হয় এক বাংলাদেশিকে। ধৃতের নাম মহম্মদ মিরাজ ইসলাম। ও তার সঙ্গে থাকা আরেকজন পালিয়ে যায়।

জেরায় জানা যায়, মিরাজ বর্ডার গার্ড বাংলাদেশের ৬০ ব্যাটেলিয়নের জওয়ান। বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়া জেলায় তাঁর পোস্টিং ছিল। গতকাল তারা ভারত-বাংলাদেশ সীমান্তের ১৩৬-১৩৭ নম্বর বর্ডার গেট দিয়ে ভারতে ঢুকে পড়ে। প্রায় ১০০ মিটার ভিতরে এসে চা বাগানে ঘোরাঘুরি করছিল। বিএসএফের চোখে অস্বাভাবিক গতিবিধি নজরে আসতেই সঙ্গে সঙ্গে ওই জায়গায় পৌছনো হয়। এক বিজিবি জওয়ানকে আটক করা হলেও, আরেকজন দ্রুত বাংলাদেশের ভূখণ্ডে পালিয়ে যায়।বর্তমানে বিজিবির গার্ডকে কামথানা বিএসএফ ক্যাম্পে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী মতলবে অস্ত্র নিয়ে ভারতে ঢুকেছিল, তা জানার চেষ্টা চলছে বলেই জানিয়েছে বিএসএফ। প্রসঙ্গত, ত্রিপুরার সীমান্ত দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশ ও চোরাচালানের অভিযোগ দীর্ঘদিনের। তবে হঠাৎ অস্ত্র নিয়ে বিজিবির জওয়ান ঢুকে আসায় সন্দেহ তৈরি হয়েছে। নজরদারি বাড়িয়েছে বিএসএফও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *