দিল্লির ভোটের ফল দেখে উৎসাহিত হওয়ার কিছু নেই বিজেপির, বাংলার মুখ্যমন্ত্রীর থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : দিল্লি জিতে গেছে বলে, বাংলায়ও জিতে যাবে বলে মনে করছে বিজেপি। কিন্তু ওরা হতাশ হবে, এদিন এমনটাই জানালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ। এদিন তিনি আরোও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন একটা সোনার বাংলা তৈরি করা, আর সেটা উনি করেই ছাড়বেন। বিজেপি এবং সিপিএমের কোন উদ্দেশ্যই বিশেষ ফলপ্রসু হবেনা। কারণ বাংলার মানুষ ঠিক জানেন ঠিক বুঝতে পারেন , কাকে ভোট দিলে বাংলা শান্তিতে থাকবে, এবং বাংলা নিশ্চিন্তে থাকবে। কাজে একটু ভোটে জিতে বিজেপি ভাবছে ওরা ২০২৬ শে বাংলা দখল করে নেবে , এটা একেবারেই ওদের ভুল ধারণা। বিজেপির কোন অংক এই বাংলায় কাজ করবেনা।

এদিন জেলা সভাপতি আরো জানান দিল্লী এবং বাংলা কোনভাবেই এক নয়। বাংলা মা মাটি মানুষের সরকার নিয়ে তৈরি হয়েছে। কাজে এখানকার মানুষের চিন্তা ভাবনা সম্পূর্ণ রকম আলাদা। এখানে এইভাবে কোন কাজ হয় না। বাংলার মানুষ বাংলার মুখ্যমন্ত্রী , একে অন্যের পরিপূরক, এখানে বিজেপির কোন চালাকি কোনো অংক কাজ করবে না। জেলা সভাপতি এও বলেন, বাংলার মুখ্যমন্ত্রী বাংলার জন্য যা করে যাচ্ছেন, কোনও মুখ্যমন্ত্রী এমনটা করেছেন কিনা সন্দেহ। তাই বিজেপি যতই লাফালাফি করুক যতই তার ঢোল বাজাক , বাংলায় মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে ভাঙ্গা অত সহজ নয়, তার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি আমাদের আদর্শ উনি আমাদের শক্তি উনি আমাদের ভবিষ্যৎ, তাই উনি জানেন কিভাবে বাংলাকে তৈরি করতে হয় বাংলাকে কিভাবে মজবুত রাখতে হয়, বাংলাকে কিভাবে সচল রাখতে হয়। বিজেপি আশা করতে থাকুক, আর সেই আশা গুড়িয়ে দেবেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য উনি একাই যথেষ্ট, কাউকে আর দরকার হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *