দীর্ঘ টালবাহানার পর অবশেষে বাড়ল বোনাস, রাজ্য সরকারি কর্মচারিদের জন্য বিরাট সুখবর ইদ-দুর্গাপুজোর আগেই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : রাজ্য সরকারি কর্মীদের অ্যাড হক বোনাস এবং উৎসব অগ্রিম বাড়ল। ইতিমধ্যেই অর্থ দফতর থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। শারদোৎসব ও ঈদের আগে এই বোনাস ও অগ্রিম পাওয়া যাবে। ডিএ (DA)-র দাবিতে যখন সরকারি কর্মচারিদের একাংশের আন্দোলন মুখর, সেই আবহেই রাজ্য সরকারি কর্মচারিদের অ্যাড হক বোনাস বাড়ার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার।

২০২৫- এর ৩১ মার্চ পর্যন্ত যে সব কর্মীদের বেতন মাসে ৪৪ হাজার বা তার নিচে তাঁরা এবার অ্যাড হক বোনাস পাবেন ৬ হাজার ৮০০ টাকা।২০২৪-এ এদের অ্যাড হক বোনাস ছিল ৬ হাজার। বেতনের উর্দ্ধসীমা ছিল মাসিক ৪২ হাজার। উৎসব অগ্রিমও বেড়েছে গত বছরের তুলনায়।মাসিক ৪৪ হাজার টাকা থেকে ৫২ হাজার টাকা পর্যন্ত যাঁদের বেতন তাঁরা উৎসব অগ্রিম হিসেবে এবছর পাবেন ২০ হাজার টাকা।

গত বছর বেতনের উর্দ্ধসীমা ছিল মাসিক ৪২ হাজার থেকে ৫০ হাজার। উৎসব অগ্রিম দেওয়া হয়েছিল ১৮ হাজার টাকা। ২ হাজার টাকা বাড়িয়ে এবছর করা হল ২০ হাজার টাকা।অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্যও উৎসব ভাতা ঘোষণা করেছে রাজ্য সরকার। ৩১ মার্চ ২০২৫ –এর মধ্যে যাঁরা অবসর নিয়েছেন ও নিতে চলেছেন, তাঁরা এই উৎসব ভাতা পাবেন। যাঁদের পেনশন মাসে ৩৮ হাজার টাকার কম তাঁরা এই ভাতা পাবেন ৩ হাজার ৫০০ টাকা।এবার ৩০০ টাকা বাড়ল। গত বছর উৎসাহ ভাতার প্রাপকদের পেনশনের উর্দ্ধসীমা ছিল মাসে ৩৫ হাজার টাকা। এবার তা বেড়ে হয়েছে ৩৮ হাজার টাকা। একই সুবিধা পাবেন রাজ্য সরকারি অধীনস্থ সব সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *