দুই ছাত্রীর মাথায় সিলিং ফ্যান ভেঙে পড়ল ক্লাস চলাকালীন, স্কুলে ঘটলো ভয়ঙ্কর ঘটনা
বেস্ট কলকাতা নিউজ : ভরা ক্লাস, দিদিমণি পড়াচ্ছিলেন। আচমকাই বিকট শব্দ। সমস্বরে চিৎকার করে ওঠে সকলে। ততক্ষণে দুই ছাত্রী কাতরাচ্ছে। মাথার উপর ভেঙে পড়েছে সিলিং ফ্যান। বৃহস্পতিবার বৈদ্যবাটি সুরেন্দ্রনাথ রায় বালিকা বিদ্যালয়ের এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায় এলাকায়। দুই ছাত্রীর মাথা সেলাই করতে হয়। তাদের হুগলি শ্রীরামপুর ওয়ালস (মহকুমা) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজনের মাথার পিছনে আঘাত লাগায় স্ক্যান করানো হবে। প্রধান শিক্ষিকা নিবেদিতা হাঁটি জানান, দুই ছাত্রীর মধ্যে একজনের তিনটে সেলাই পড়েছে। আরেকজনেরও কপালে সেলাই করতে হয়েছে। ছাত্রীদের সমস্ত চিকিৎসার ভার স্কুলেরই বলে জানান তিনি।
স্কুল সূত্রে জানা গিয়েছে, এদিন দ্বাদশ শ্রেণির ইংরাজি ক্লাস চলছিল। তখন চতুর্থ পিরিয়ড। হঠাৎই ক্লাসরুমের সিলিং ফ্যান ভেঙে পড়ে ছাত্রীদের উপর। দু’জনের আঘাত বেশি হলেও ক্লাসের বাকি ছাত্রীরা ভয় পেয়ে যায়। কেউ কেউ অসুস্থও বোধ করে। শিক্ষিকা গৌরী মণ্ডল সে সময় ক্লাস নিচ্ছিলেন। তাঁর চোখের সামনেই ঘটে সবটা।
গৌরীদেবী বলেন, “আমি ক্লাস নিচ্ছিলাম। আচমকাই একটা ফ্যান ওদের মাথার উপর ভেঙে পড়ে। এটা একেবারে আকস্মিক ঘটনা। আমরা কেউই এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম না। আমরা সকলে দৌড়ে বেরিয়ে আসি। তবে দু’জন আহত হয়। ওদের নীচে নামিয়ে এনে সঙ্গে সঙ্গে বরফ দিই। স্কুলের পাশেই চিকিৎসকের বাড়ি। ওনাকে ডেকে আনা হয়। প্রাথমিক চিকিৎসা করানোর পর অ্যাম্বুল্য়ান্স ডেকে নিয়ে যাওয়া হয় মহকুমা হাসপাতালে। দুই ছাত্রীর মাথায় সেলাই করতে হয়।”