দুর্গাপুর ‘গণধর্ষণ’-কাণ্ড, বহিরাগত ঠেকাতে মেডিক্যাল কলেজে পুলিশি নিরাপত্তার নির্দেশ কলকাতা হাইকোর্টের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দুর্গাপুর ‘গণধর্ষণ’-কাণ্ডে বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে ৷ মঙ্গলবার মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের দায়ের করা মামলার শুনানিতে পুলিশকে এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা দত্ত পালের সিঙ্গল বেঞ্চ ৷ অন্যদিকে, বেসরকারি কলেজের ছাত্রীর ‘গণধর্ষণ’-এর প্রতিবাদে বিজেপির অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুমতি দিল আদালত ৷ সেই নিয়ে পুলিশকে আইন মেনে ধরনা অনুমতি দিতে বলেছেন বিচারপতি দত্ত পাল ৷

উল্লেখ্য, দুর্গাপুর ‘গণধর্ষণ’-কাণ্ডে ওই বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন নির্যাতিতা ছাত্রী ৷ সেখানে অন্যান্য চিকিৎসক এবং পড়ুয়ারা রয়েছেন ৷ তাঁদের মধ্যে অনেকে সাক্ষীও রয়েছেন ৷ এই পরিস্থিতি ঘটনার পর থেকে বহিরাগতরা হাসপাতালে অনুপ্রবেশ করছে ৷ যা নির্যাতিতা, তাঁর পরিবার, সাক্ষী এবং অন্যান্য রোগীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে ৷ সেই অভিযোগে পুলিশ-প্রশাসনকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে জরুরি শুনানির জন্য আবেদন করেছিল বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ ৷

বিচারপতি শম্পা দত্ত পাল মামলাটি গ্রহণ করলেও, তার শুনানি ১৬ই নভেম্বর পুজোর ছুটির পর রেগুলার বেঞ্চে হবে বলে জানান ৷ কিন্তু, মধ্যাহ্নভোজের বিরতির পর বিচারপতি জরুরি ভিত্তিতে সেই মামলার শুনানি করবেন বলে জানান ৷ সেই সঙ্গে আসানসোল-দুর্গাপুর ডেভলপমেন্ট অথরিটির ময়দানে বিজেপির ধরনার অনুমতি সংক্রান্ত মামলার জরুরি ভিত্তিতে শুনানির বিষয়টিও জানান বিচারপতি ৷

সেই শুনানিতে বেসরকারি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের তরফে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, “হাসপাতালের ভিতরে বিপুলসংখ্যক লোকজন চলে আসছে ৷ অবিলম্বে হাসপাতালের বাইরে পুলিশ পিকেটিং বসানো হোক ৷ হাসপাতালের ভিতরে প্রচুর বাইরের লোকজন চলে আসছে ৷ হাসপাতালের ভিতরে নির্যাতিতা এবং একাধিক সাক্ষী রয়েছেন ৷ অবিলম্বে তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দিক আদালত ৷” এদিকে আইনজীবীর বক্তব্য শোনার পর বিচারপতি আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটকে নির্দেশ দেন, “আই-কিউ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যাতে কোনও বহিরাগত ঢুকতে না-পারে, তা সুনিশ্চিত করতে হবে পুলিশকে ৷ আদালত পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত, তা বলবৎ থাকবে ৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *