দুর্ঘটনা রুখতে অভিনব উপায় পুলিশের পক্ষ থেকে চক্ষু পরীক্ষা করা হলো গাড়ির চালকদের
বেস্ট কলকাতা নিউজ : বিশেষ ফল হচ্ছে না সেফ ড্রাইভ সেভ লাইফের কর্মসূচী নিয়েও ৷ রাজ্য জুড়ে প্রায়ই ঘটে চলেছে আকছার দুর্ঘটনা ৷ দুর্ঘটনা প্রতিহত করতে জেলা স্বাস্থ্য ও পুলিশ বিভাগ এবার স্বাস্থ্য সচেতন বিশেষ করে চক্ষু পরীক্ষার উপর জোর দেওয়ার চিন্তা ভাবনা শুরু করেছেন ৷পুলিশ বিভাগ ও স্বাস্থ্য দফতর সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচিতে যৌথ ভাবে এক অভিনব কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচি পালন করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানায়। লক্ষ্যণীয় , গাড়ী চালানোর সময় বেপরোয়া মনোভাব, যান্ত্রিক ত্রুটির সাথে সাথে ভিশন বা চোখ অনেক ক্ষেত্রেই কারন হয়ে দাঁড়ায় দুর্ঘটনার ঘটার জন্য ৷ গত কয়েক বছর ধরে দুর্ঘটনার কারণে প্রাণহানি আটকাতে চালক সহ সাধারন মানুষকে পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করতে নেওয়া হয়েছে নানা কর্মসূচিও । কিন্তু দুর্ঘটনা বা প্রাণহানি ঘটেই চলেছে অনবরত ভাবে । চালকদের শারীরিক সক্ষমতা বিশেষ করে চোখ সঠিক রয়েছে কি না তা পরীক্ষা করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ সেদিকে লক্ষ্য রেখেই জোর দেওয়া হয়েছে গাড়ী চালকদের চক্ষু পরীক্ষার ওপর।
পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই মন্ডল জানান, পুলিশ বিভাগের সাথে যৌথ উদ্যোগে ব্যবস্থা করা হয়েছে গাড়ি চালকদের চক্ষু পরীক্ষার। পথ চলতি গাড়ী চালকদের জেলার বিভিন্ন প্রান্তে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।জেলা পুলিশ সুপার ভি সোলেমান নেসাকুমার জানান, “সারা জেলা জুড়েই পরীক্ষার আয়োজন করা হয়েছে৷ সমস্ত থানা এলাকায় পরীক্ষা চালানো হচ্ছে।”