ধর্মঘটের ডাক টানা তিনদিন ,রাজ্য সরকার বৈঠকে ডাকল বাস মালিকদেরকে
বেস্ট কলকাতা নিউজ : রাজ্য সরকার বৈঠকে ডাকল বাস, মিনিবাস ধর্মঘট নিয়ে পাঁচটি মালিক সংগঠনকে৷ আজ বুধবার বিকেল পাঁচটায় এই বৈঠক ডাকা হয়েছে ময়দান টেন্টে৷ বৈঠকে যোগ দেবেন বলেও বাস মালিকরা জানিয়েছেন৷প্রসঙ্গত বেসরকারি বাস মালিকদের পাঁচটি সংগঠন টানা তিন দিন রাজ্যজুড়ে বাস মিনিবাস ধর্মঘটের ডাক দিয়েছে ডিজেলের মূল্যবৃদ্ধি এবং ভাড়ার পুনর্বিন্যাসের দাবিতে৷ রাজ্য জুড়েই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে আগামী ২৮ থেকে ৩০ জানুয়ারি৷ মঙ্গলবার এই ঘোষণা করা হয় বাস মালিকদের সংগঠনগুলির পক্ষ থেকেই৷
মূলত, অনেক দিন ধরেই বেসরকারি বাস মিনিবাসের মালিকরা সরব হয়েছিল বাস ভাড়া বৃদ্ধির দাবিতে৷ তাঁদের আরও অভিযোগ, ডিজেলের দাম যে হারে বেড়েছে তাতে তাঁদের এমনকি আর্থিক ক্ষতির মুখেও পড়তে হচ্ছে বাস চালিয়ে৷ লকডাউনের পর রাজ্য সরকার তিন সদস্যের কমিটি গঠন করেছিল এমনকি বেসরকারি বাস মিনিবাসের বর্তমান ভাড়ার হার খতিয়ে দেখার জন্য৷ কিন্তু অভিযোগ উঠেছে সেই কমিটির রিপোর্টও এখনও জমা পড়েনি বলেও ৷