ধীরে ধীরে ভারতীয় নাগরিকরা নেপাল থেকে ভারতে ফিরছেন দার্জিলিং পুলিশের বিশেষ তৎপরতায়
দার্জিলিং : নেপালে আটকে পড়া ভারতীয় নাগরিকদের নিরাপদে ঘরে ফেরাতে তৎপর হল দার্জিলিং পুলিশ। দেশে ফিরতে শুরু করেছেন নেপালে আটকে পড়া ভারতীয় নাগরিকরা। সীমান্ত এলাকায় দার্জিলিং পুলিশের পক্ষ থেকে বসানো হয়েছে বিশেষ সহায়তাকেন্দ্র। বাড়িতে ফিরে যেন স্বস্তির নিশ্বাস ফেলছেন অনেকে। দার্জিলিং পুলিশের উদ্যোগে খড়িবারি থানার অন্তর্গত পানি ট্যাংকিতে খোলাও হয়েছে বিশেষ সহায়তা কেন্দ্র, যেখান থেকে মূলত আটকে পড়া ভারতীয় নাগরিকদের জন্য প্রয়োজনীয় সাহায্য ও নিরাপদ যাত্রার ব্যবস্থাও করা হচ্ছে।
