নগর নিগমের গ্যারেজে ভয়াবহ দুষ্কৃতী তাণ্ডব ! লক্ষাধিক টাকার গাড়ির যন্ত্রাংশ চুরি হল দুর্গাপুরে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দুর্গাপুর নগর নিগমের গ্যারেজে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে । চুরি গেল একাধিক গাড়ির ব্যাটারি-সহ যন্ত্রাংশ । নজরে এল না কোনও নিরাপত্তারক্ষীর ? এই চুরির পিছনে কোনও কর্মীর হাত নেই তো ? প্রশ্ন বিরোধীদের ৷ দুর্গাপুরের ভগৎ সিং ক্রীড়াঙ্গণের পেছনে রয়েছে নগর নিগমের এই গ্যারাজ । সেখানেই নগর নিগমের বর্জ্যবাহী গাড়ি, রক্ষণাবেক্ষণের একাধিক গাড়ি এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের গাড়ি রয়েছে । সব মিলিয়ে প্রায় ৩০০ গাড়ি রয়েছে । সেই গ্যারেজের নজরদারির জন্য বেশ কয়েকজন নিরাপত্তারক্ষীও রয়েছেন ।

কিন্তু নগর নিগমের কর্মীরা দেখেন, দুটি ট্রাক্টর এবং দুটি ডাম্পারের ব্যাটারি উধাও । চিন্তিত হয়ে পড়েন তাঁরা । খবর দেন নগর নিগমের আধিকারিকদের । তারপরেই রবিবার রাতে দুর্গাপুরের সিটি সেন্টার ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয় নগর নিগমের তরফ থেকে । এসিপি দুর্গাপুর সুবীর রায় বলেন, “সিটি সেন্টার ফাঁড়ির ঘটনায় তদন্ত শুরু করেছে । আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখা হচ্ছে । নিরাপত্তারক্ষী থাকতেও কীভাবে চুরির ঘটনা ঘটল তা জানতে নিরাপত্তাক্ষীদেরও জিজ্ঞাসাবাদ চালানো হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *