নারী সুরক্ষা নিয়ে নজীর সৃষ্টি করল বাঘাযতীন কলোনির মুক্তমঞ্চ পূজাকমিটি
শিলিগুড়ি : নারী সুরক্ষা নিয়ে এক বিশেষ নজীর সৃষ্টি করল বাঘা যতীন কলোনির মুক্তমঞ্চ পূজা কমিটি। এবার তাদের থিম মহিলাদের সুরক্ষা কে নিয়ে। জানা গেছে এই পুজো কমিটির অধিকাংশ সদস্য মহিলা। পূজা কমিটির এক মহিলা সদস্য জানান তাদের উদ্যোগ আজকে এই পুজোকে এই জায়গায় নিয়ে এসেছে। আরজি কর নিয়ে প্রতিবাদ করতে গিয়ে আমাদের আজকে শুধু বিশ্বে নয় ভারত এবং বাংলা সব জায়গাতেই মহিলাদের সুরক্ষা একটা নিশ্চয়তার মধ্যে চলে এসেছে। তাই আমরা মহিলাদের জাগ্রত করে তুলতে চাইছি, এই প্যান্ডেল তার প্রমান। আশাকরি আমাদের প্রতিবাদ সমস্ত মানুষের কাছে এসে পৌঁছাবে।
