নিজের স্ত্রীকে মেরে আত্মঘাতী হল স্বামী, তীব্র চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি শহরে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

জলপাইগুড়ি : জলপাইগুড়িতে নিজের স্ত্রীকে মেরে অবশেষে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো গোটা জলপাইগুড়ি শহরে। জলপাইগুড়ির হাকিমপাড়াতে তাদের বাড়ি, স্বামী স্ত্রী ২ জনেই থাকতেন ওই বাড়িতে। এদিকে পাড়া-প্রতিবেশীরা জানান তাদের মধ্যে সেরকম কোন অশান্তি ছিল না। এখন সেটা কোন দেনার কারণে , না কোন অনটন জনিত সমস্যা ছিল এই সেটাও খতিয়ে দেখে পুলিশ। নিজের স্ত্রীকে মেরেই নিজে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন ওই ব্যক্তি, এদিন এমনটাই খবর মেলে স্থানীয় সূত্রে। তবে ওই ব্যক্তির ছেলে-মেয়ে আত্মীয় স্বজন সম্পর্কে কোন রকম তথ্য পাওয়া যায়নি। পাড়া-প্রতিবেশীরাই খবর দেন কোতোয়ালি থানার পুলিশকে। পুলিশ এসে এদিন মৃত় দেহ দুটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এদিন গোটা জলপাইগুড়ি শহরে রীতিমতো হইচইও পড়ে যায় এই ঘটনায়।

ওই দম্পতি সম্পর্কে পাড়া-প্রতিবেশী জানান তাদের মধ্যেও কোন সমস্যা ছিল না, নিতান্তই ভালো ব্যবহারের মানুষ ছিলেন তারা। এই ঘটনার পরে তারাও অবাক হয়ে গিয়েছে। এমনিতেই জলপাইগুড়ি শহরে রাতের বেলা এবং ভোরবেলায় নিতান্তই জনমানুষ কম থাকে। এই ধরনের ঘটনা কোথাও ঘটে গেলে তা জানতে মানুষের একটু সময় লাগে। তবে ওই বাড়ির পরিচারিকা সবার প্রথমে জেনেছেন কিনা সেটা খতিয়ে দেখে পুলিশ। সেভাবে দম্পতি দুজনের মৃতদেহের কাছ থেকে কোন কিছু পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *