নৃশংসতার এক চরম দৃষ্টান্ত ! নাবালককে মার চোর সন্দেহে, রেললাইনে রাখা হল হাত-পা বেঁধে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বাংলায় ছোঁয়াচে রোগের মতো ছড়িয়ে পড়েছে গণপিটুনির রোগ। কখনও চোর সন্দেহে, কখনও আবার নিছক গুজবের ভিত্তিতেই নিরাপরাধদের নির্মম অত্যাচারের শিকার হতে হচ্ছে। নৃশংসতার আরও এক দৃশ্য় এল সামনে। ১২ বছরের এক নাবালককে নির্মমভাবে মারধর করে, হাত-পা বেঁধে ফেলে রাখা হল রেললাইনে ।এবার আর বাংলা নয়, পড়শি রাজ্য বিহারে সামনে এল গণপিটুনির ভয়ঙ্কর দৃশ্য । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে, এক নাবালক রেললাইনে শুয়ে, তাঁর হাত-পা বাঁধা। সামনেই লাঠি হাতে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি।

জানা গিয়েছে, বিহারের বেগুসরাইয়ে ঘটনাটি ঘটেছে। মুদি দোকান থেকে ওই নাবালক কিছু জিনিস চুরি করেছে, এই সন্দেহেই কয়েকজন ব্যক্তি মিলে ব্যাপক মারধর করে। এরপরে তারা নাবালককে নিয়ে লখমিনিয়া রেলস্টেশনের কাছে নিয়ে যায়। সেখানে ওই নাবালকের হাত-পা বেঁধে তাঁকে রেললাইনে ফেলে দেওয়া হয়।

এতকিছুর পরও শান্তি হয়নি। রেললাইনের উপরে ফেলেও নির্মমভাবে মারধর চলতেই থাকে। কয়েকজন যাত্রী গোটা ঘটনাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে ওই নাবালককে উদ্ধার করে। গুরুতর জখম ওই নাবালকের বাবা জানিয়েছেন, চুরির মিথ্যা অভিযোগ এনে মারধর করা হয়েছে। তিনি অভিযুক্তদের নাম উল্লেখ করতে অস্বীকার করলেও, পুলিশ প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসা করে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো দেখে তিন ব্যক্তিকে চিহ্নিত করে এবং তাদের গ্রেফতার করে।

অভিযুক্তদের নাম রোশন কুমার, জয় জয় রাম চৌধুরী, কাহুল কুমার। বালিয়ার ডেপুটি পুলিশ সুপারিন্টেন্ডেন্ট নেহা কুমার এই প্রসঙ্গে বলেন, “এক নাবালককে রেল ট্রাকে হাত-পা বেঁধে ফেলে রাখা হয়েছে এবং তিন ব্যক্তি তাঁকে মারধর করছে, এমন অভিযোগ এসেছিল। এর ভিত্তিতে পুলিশ পদক্ষেপ করে। ঘটনাস্থলে গিয়ে ওই নাবালককে উদ্ধার করা হয়। তিন অভিযুক্তকেও গ্রেফতার করা হয়।”

বেস্ট কলকাতা নিউজ : নৃশংসতার এক চরম দৃষ্টান্ত ! নাবালককে মার চোর সন্দেহে, রেললাইনে রাখা হল হাত-পা বেঁধে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *