পদ আকড়ে পড়ে থাকলে হবে না, টেবিল টেনিসের উন্নতি দরকার,তাই সরে গেলাম, জানালেন মান্তুু ঘোষ
শিলিগুড়ি: আমাদের কাজ টেবিল টেনিস এর উন্নতি তাই কে কি বলল আমাদের কিছু যায় আসে না। আমরা দুজনে পরামর্শ করেই সিদ্ধান্ত নিয়েছি। এই শিলিগুড়ি শহরে অনেক প্রতিভাবান আছে যাদের প্রতিভা আছে সংগতি নেই। আমাদের দরকার আসল প্রতিভা খুঁজে বের করা। সেটা আমাদের করতেই হবে জানালেন মান্তু ঘোষ। দুজনেই জানিয়েছেন টেবিল টেনিস এর প্রতিভা আছে শিলিগুড়িতে, শুধুমাত্র তাদের বের করে দিতে হবে। আমরা শুধুমাত্র শিলিগুড়িতেই নয় গোটা বাংলা থেকে প্রতিভা খুজবো। যারা অলিম্পিক এ ভারতের সন্মান বাড়িয়ে তুলবে। আমরা যা করেছি টেনিস এর উন্নয়ন এর জন্যই করেছি।