পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো শিলিগুড়ি মহাকুমা পরিষদ হলে
শিলিগুড়ি : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো শিলিগুড়ির মহাকুমা পরিষদ হলে। এদিন জেলা সভাপতি পাপিয়া ঘোষ নিজে উপস্থিত ছিলেন এই সম্মেলনে। তিনি নিজে জানালেন গর্বের মত ঘটনাও ঘটছে শিলিগুড়িতে, এই ধরনের সম্মেলন এই প্রথম হচ্ছে। এই সম্মেলনকে সফল করে তুলতে হবে আমাদের। উত্তরবঙ্গের মধ্যে শিলিগুড়ি এইসব বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা অধিকার করে আছে। আর এই ধরনের সম্মেলন যদি আমরা সফলভাবে আয়োজন করে তুলতে পারি তবে শিলিগুড়ি সুনাম অবধারিত। এবং সব দিক থেকে বিচার করলে দেখা যায় আয়োজক স্থান হিসেবে শিলিগুড়ি সেরা শহর।

তাই এই ধরনের সম্মেলন যত অনুষ্ঠিত হবে , শিলিগুড়ির গরিমা তত বাড়বে। আগামী দিনে যাতে আমরা এর চাইতেও বড় ধরনের সম্মেলন অনুষ্ঠিত করে তাকে সফল করে গড়ে তুলতে পারি সে দায়িত্ব আমাদেরই । আমাদের কাজ শুধু যে কারণে এই সম্মেলন হচ্ছে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। তবে ধৈর্য ধরতে হবে , সাফল্য অবশ্যই আসবে বলে জানালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ।