পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজন করা হলো শিলিগুড়ি মেয়র কাপ অনূর্ধ্ব ১৫ বছর আন্তঃ কোচিং ক্যাম্প ফুটবল টুর্নামেন্টের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং শিলিগুড়ি পুর নিগমের ব্যবস্থাপনায় ‘খেলা হবে দিবস’ উদ্‌যাপন উপলক্ষ্যে শিলিগুড়ি মেয়র কাপ অনূর্ধ্ব ১৫ বছর আন্তঃ কোচিং ক্যাম্প ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হলো শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গন। এ এই প্রতিযোগিতার উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার। দুজনেই জানান মুখ্যমন্ত্রীর এই খেলা হবে প্রকল্প আমাদের কাছে এক অন্য ধরনের প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে

মানুষ মানুষের কাছে আসবে আর এটা তো ফুটবল খেলা। ফুটবল খেলা এমন একটা খেলা যেখানে বিমর্ষ হয়ে থাকা মানুষও আনন্দ পাবে। এই ৯০ মিনিটে ফুটবল শুধু খেলা নয়এক ধরনের ওষুধ। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, এই গানটার কথা আমার আজকের দিনও মনে পড়ে। আর 16 ই আগস্ট ফুটবলের জন্য এক বিশেষ দিন। এই দিনে প্রাণ হারিয়েছিলেন কয়েকজন নিবেদিত প্রাণ ফুটবলপ্রেমী। তাদের স্মরণেই তো খেলা হবে তাই আমি সবার কাছে প্রার্থনা করছি এবং অনুরোধ করছি সবাই মাঠে আসুন, বাঙালি ফুটবল খেলা দেখুন আনন্দ উপভোগ করুন। তবেই তো খেলা হবে দিবসের আসল মাহাত্ম্য তৈরি হবে। সবাই আসুন এবং ফুটবল খেলা দেখুন। এই প্রতিযোগিতায় মোট ২৪ টি দল অংশগ্রহণ করেছে। তাদের প্রত্যেক কে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং শুভকামনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *