পাকিস্তানের সঙ্গে দীর্ঘ সামরিক সংঘাত ভারতের একমাত্র উদ্দেশ্য নয়, এমনটাই মত কংগেস নেতা শশী থারুরের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সঙ্গে বর্তমান প্রেক্ষাপটের বিস্তর পার্থক্য রয়েছে ৷ সংঘর্ষ বিরতির নিয়ে দু’দেশের সমঝোতার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এমনই মত কংগ্রেস সাংসদ শশী থারুরের ৷ তাঁর মতে, এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে দীর্ঘমেয়াদি কোনও সামরিক সংঘাতে যাওয়া ভারতের লক্ষ্য নয় ৷

অপারেশন সিঁদুরের পর হামলা-পাল্টা হামলায় গত তিন দিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্য়ে উত্তেজনা বাড়তে থাকে ৷ অবশেষে সীমান্তে শান্তি ফেরাতে শনিবার সমঝোতার সিদ্ধান্ত নেয় দুই দেশ ৷ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস ৷ পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির ভূমিকার সঙ্গে মোদির সাম্প্রতিক ভূমিকার তুলনা করা হয়েছে সোশাল মিডিয়ায় ৷ সবাই ইন্দিরা গান্ধি হতে পারেন না, বলে পোস্ট করেন বহু কংগ্রেস নেতা-কর্মী ৷ রবিবার সেই প্রসঙ্গে নিজের মতামত তুলে ধরেন প্রবীণ কংগ্রেস সাংসদ ৷ তাঁর কথায়, “ভারতের জন্য ১৯৭১ সাল বিরাট সাফল্যের বিষয় ৷ উপমহাদেশের মানচিত্র নতুনভাবে এঁকেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি ৷ কিন্তু, তৎকালীন পরিস্থিতি ছিল ভিন্ন ৷ একটি নৈতিক উদ্দেশ্য নিয়ে লড়াই করছিল বাংলাদেশ ৷ সকলের প্রধান লক্ষ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা ৷ শুধুমাত্র পাকিস্তানের উপর গুলিবর্ষণ করা একমাত্র লক্ষ্য ছিল না

থারুরের কথায়, দীর্ঘমেয়াদি সামরিক সংঘাতে বহু মানুষের প্রাণ যায় ৷ তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদের কথায়, “পাকিস্তানের বর্তমান পরিস্থিতি অনেক আলাদা ৷ তাদের সামরিক ক্ষমতার পরিমাণও আলাদা ৷ দেশের মানুষকে স্বাধীনতা দেওয়ার লক্ষ্যে ১৯৭১ সালে লড়াই করেছিল বাংলাদেশ ৷ বর্তমান পরিস্থিতির সঙ্গে সেই সময়ের বড় পার্থক্য রয়েছে ৷” এরপর অপারেশন সিঁদুরের প্রসঙ্গে কংগ্রেস সাংসদ বলেন, “এই ঘটনাটি সম্পূর্ণ ভিন্ন ৷ সমঝোতা না-হলে দুই দেশের বহু নিরীহ মানুষের প্রাণ যেত ৷ ভারত সেটা একেবারই চায় না ৷” ভারত ও পাকিস্তান সমঝোতার সিদ্ধান্তের কথা ঘোষণার পর এক্স হ্যান্ডেলে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির ছবি পোস্ট করেন কংগ্রেস নেতা পবন খেরা ৷ তিনি লেখেন, “ইন্ডিয়া মিসেস ইন্দিরা ৷” কংগ্রেস নেতা বোঝাতে চান এখন ইন্দিরা গান্ধির অভাব বোধ করছে ভারত ৷ তাঁর সেই পোস্টকে কেন্দ্র করে শুরু হয় তরজা ৷ এদিন সেই প্রসঙ্গেই নিজের মতামত ব্যক্ত করেন শশী ৷

বস্তুত, ১৯৭১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির সময়কালে ইন্দো-পাকিস্তানের যুদ্ধের পর নতুন দেশের জন্ম হয় ৷ নাম বাংলাদেশ ৷ ওয়াকিবহাল মহলের দাবি, একাত্তরের যুদ্ধে লক্ষ্য সম্পূর্ণ ভিন্ন ৷ পূর্ব পাকিস্তানের (পরে বাংলাদেশ) মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারত ৷ আর সেই যুদ্ধ শুরু হয়েছিল ভারতীয় বায়ুসেনা ঘাঁটিতে পাকিস্তানের হামলার পর ৷ তৎকালীন প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিজয় ঘোষণা করে ভারত ৷ জন্ম নেয় নতুন দেশ বাংলাদেশ ৷ তবে, স্বাধীনতা অর্জনের সেই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষের প্রাণ সংশয় হয়েছিল ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *