পার্কিং সমস্যা নিয়ে চরম ঝামেলায় শিলিগুড়ির মানুষজন , অসন্তোষ বাড়ছে পুরসভার বিরুদ্ধে
শিলিগুড়ি : শিলিগুড়িতে বরাবর পার্কিং নিয়ে সমস্যা তৈরি হয়েছে। যার ব্যতিক্রম এবারও হলো না, মূলত দিনের পর দিন শিলিগুড়িতে অবৈধ পার্কিং ক্রমশ বেড়েই চলেছে। যার সমস্যা সমাধান করা কোনোভাবেই সম্ভবপর হচ্ছে না। এদিকে শহর শিলিগুড়িতে গজিয়ে উঠেছে একের পর এক বিল্ডিং। যার সাথে সমান তালে পাল্লা দিয়ে, চলছে গাড়ি রাখার প্রতিযোগিতা। সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছেন বয়স্ক এবং বাচ্চারা। ভুক্তভোগী হচ্ছেন বাড়ির মালিকেরাও। দিন নেই রাত নেই বাড়ি বা এপার্টমেন্টের সামনে রাখা আছে গাড়ি, কার গাড়ি কতক্ষণ থাকবে জানেনা কেউ। অনেকে আবার এও বলছেন যদি পুরসভা একটু সজাগ থাকতো তাহলে সমস্যার সমাধান এমনিতেই হত। কিন্তু কে শোনে কার কথা। আর বাড়ছে পার্কিং, বাড়ছে সমস্যাও।


