পাসপোর্ট হাতে পেতে জাল শংসাপত্র দেওয়ার অভিযোগ, পূর্ব বর্ধমান থেকে ধরা পড়লো ২ অভিযুক্ত
বেস্ট কলকাতা নিউজ : অভিযোগ উঠলো পাসপোর্ট হাতে পেতে জাল শংসাপত্র দেওয়ার। অবশেষে পূর্ব বর্ধমানের ভাতার থেকে গ্রেফতার হল দুই অভিযুক্ত। পাসপোর্টের জন্য জাল জন্মশংসাপত্র জমা দেওয়ার অভিযোগে প্রথমে ভাতার থানা এলাকা থেকে এক মহিলাকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে। জানা যায় ধৃত ব্যক্তির নাম শেখ হাসানাত জামান।তিনি ভাতার থানা পাটনা গ্রামের বাসিন্দা। ধৃত শেখ হাসানাত জামানকে পেশ করা হয় বর্ধমান আদালতে।
এদিকে পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে পাসপোর্টের জন্য আবেদন করেন ভাতার থানা এলাকার এক মহিলা। অন্যান্য নথিপত্রের পাশাপাশি জন্মশংসাপত্রও জমা দেন তিনি। জমা দেওয়া নথি পরীক্ষা করার জন্য ভাতারের ডিআইবি দফতরে পাঠানো হয়। নথি পরীক্ষা করার সময় জন্মশংসাপত্রটি দেখে সন্দেহ হওয়ায় ভেরিফিকেশনের জন্য বর্ধমান ডিআইবি দফতরকে বলা হয়।

ভেরিফিকেশনের জন্য শংসাপত্রটি বর্ধমান মেডিক্যাল কলেজে ও হাসপাতালে পাঠানো হলে সেটি জাল বলে জানান তাঁরা। এরপরই ভাতার থানায় অভিযোগ দায়ের করা হয় গোয়েন্দা দফতরের পক্ষ থেকে।ঘটনার তদন্তে নেমে অবশেষে ওই মহিলাকে গ্রেফতার করা হয়। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় জাল শংসাপত্রটি। এদিকে ওই মহিলাকে বর্ধমান আদালতে পেশ করা হলে সপ্তাহে একদিন তদন্তকারী অফিসারের কাছে হাজিরা এবং তথ্য প্রমাণ নষ্ট না করার শর্তে জামিন মঞ্জুর করে আদালত।
এরপর ওই মহিলাকে জাল জন্মশংসাপত্রটি তৈরি করে দেওয়ার অভিযোগে অবশেষে ভাতার থানার পাটনা গ্রাম থেকে গ্রেফতার করা হয় শেখ হাসানাত জামানকে। কীভাবে এই জাল জন্ম শংসাপত্রটি বানানো হয়েছিল এবং এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা জানতে ধৃতকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে পেশ করা হয় বর্ধমান আদালতে। অবশেষে ধৃতের দুদিনের পুলিশির হেফাজত মঞ্জুর করে আদালত।