পাহাড়ে প্রাকৃতিক দুর্যোগ, কয়েক কোটি টাকা ক্ষতিপূরণ এর মুখে টয় ট্রেন পরিষেবা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

দার্জিলিং : পাহাড়ের প্রাকৃতিক দুর্যোগের কারণে কয়েক কোটি টাকার ক্ষতি টয় ট্রেনের। সম্প্রতি দার্জিলিং এবং সিকিমে প্রাকৃতিক দুর্যোগ এর কারণে অনেকদিন ধরেই বন্ধ ট্রয় ট্রেন পরিষেবা, ফলে বিপুল ক্ষতি সম্মুখীন হতে হয়েছে সংখ্যাকে। সাধারণত এই সময় পর্যটকদের কাছে প্রচন্ডভাবে আকর্ষণ করে থাকে এই টয় ট্রেন। এইবার প্রায় দেড় মাস ধরে বন্ধ টয় ট্রেন পরিষেবা, ফলে ক্ষতি দপ্তরের। জানা গেছে দার্জিলিং এর পর্যটন অনেকটাই নির্ভর করে থাকে এই টয় ট্রেনের উপরে, টয় ট্রেনের উপর নির্ভরশীল দার্জিলিং এর অনেক বেকারের যুবক এবং যুবতীরা। বন্ধ থাকার কারণে তারাও একপ্রকার বেকার হয়ে গেছেন।

এদিকে রেল কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছেন পরিস্থিতির উন্নতি হচ্ছে খুব তাড়াতাড়ি টয় ট্রেন পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। তবে একটাই প্রশ্ন এই বিপুল ক্ষতি সামলাবে কি করে পর্যটন দপ্তর? বিদেশিদের কাছে ট্রেনের জনপ্রিয়তা অপরিসীম, বিদেশি এই সময় বেড়াতে এসে টয় ট্রেনে উঠতে না পেরে হতাশ, ঠিক ততটাই হতাশ পর্যটন দপ্তর, তবে তারা জানিয়েছেন সবকিছু যদি ঠিকঠাক থাকে তবে আগামী সপ্তাহ থেকে শুরু হতে পারে টয় ট্রেন পরিষেবা। যেটা হয়তো অনেকটাই আনন্দ দেবে পর্যটন দপ্তরের কর্তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *