পাহাড় ঠাসা ভীড়ে তাই পর্যটনের এক নতুন দিশা এ রাজ্যের শৈলশহর দার্জিলিংএ
নিজস্ব সংবাদদাতা : এবারে ভীড়ে ঠাসা পাহাড়ে পর্যটন এর নতুন দিশা পেল শৈল শহর দার্জিলিং। এবারে একের পর এক শিরোপা নিয়ে একেবারেই অন্য মেজাজে শৈলশহর। রেকর্ড ভীড় হয়েছে এবারে দার্জিলিং এ। পাহাড়ের মেজাজ যেন অনেকটা তরুন যুবকের মতন। এতটা ভীড় এবং এতখানি ভীড় হবে পর্যটকদের আশাই করেন নি পর্যটন ব্যাবসায়ীরা। তারা নিজেরা ভেবেছিলেন করোনা আতঙ্ক কাটিয়ে ভীড় হবে শৈলশহরে। আর এবারে তা রেকর্ড করল। সারা পৃথিবী থেকে এবারে পর্যটকেরা এসেছেন দার্জিলিং এ। শুধুমাত্র ভারত নয় গোটা পৃথিবীর মানুষ এবারে এসেছেন এই শৈলশহরে। তাই আনন্দে আটখানা পর্যটন ব্যাবসায়ীরা। তারা ভাবতেই পারেন নি এতটা মেতে উঠবে পাহাড়। আর সিকিমের বিপর্যয় অনেকটা এগিয়ে দিয়েছে দার্জেলিংকে। যে কারনে পর্যটকেরা ভীড় করছেন শেলশহরে।এখন রাতেও আসছেন পর্যটকেরা। রাত্রি আটটা পর্যটক পর্যটকদের ঢোকার ক্ষেত্রে কোন নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন হোটেল কতৃপক্ষ। তাই রাতেও হোটেলে আসছেন পর্যটকেরা। গত কয়েকদিনে পাহাড় ঠাসা পর্যটকদের ভীড়ে। এত ভীড় ভাবতেই পারছেন না স্থানীয় মানুষেরা। বছরের এই শেষ কদিনে ভীড় যেন হামলে পড়েছে শৈলশহরে। হোটেল মালিকেরা আশা করছেন এবারের ভীড় সবকিছুকে ছাড়িয়ে যাবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। দেখা যাক তাই আশায় বুক বেধেছেন পর্যটকেরা।