পুজো আসা মাত্রই সন্ধ্যার পরে প্রবল যাতায়াতের সমস্যা শহর শিলিগুড়িতে, চরম দুস্কর হয়ে পড়লো পথচারীদের পথ চলা
শিলিগুড়ি : পুজো আসা মাত্রই সন্ধ্যার পরে প্রবল যাতায়াতের সমস্যা শুরু হল শহর শিলিগুড়িতে। এমনকি শিলিগুড়িতে পথ চলাই দায় সন্ধ্যার পরে। পথচারীদের পথ চলা বিরাট কঠিন হয়ে পড়ে। এদিকে অনেকেই জানিয়েছেন পুজোর কেনাকাটা করতে গিয়ে রাস্তায় চলাই দায় হয়ে যায় । কিভাবে প্রশাসন এতটা উদাসহীন সেটাই ভেবে পাচ্ছেন না সাধারন মানুষ। শিলিগুড়ির সব জায়গাতেই সন্ধ্যার পরে চলাফেরা করাই দায় হয়ে পড়েছে সাধারন মানুষের কাছে।এমনকি শিলিগুড়িতে এমনিতেই বহিরাগত দের রাজত্ব বেড়ে গেছে তিনগুন, মূলত স্থায়ীয়দের অভিযোগও সেই একই দিকেই।
