পুরোহিত এবং সমাজ সেবা দুটো কাজই একসাথে সামলাচ্ছেন সুকুমার ভাদুরি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : একধারে পুরোহিত এবং অন্যদিকে সংগঠক এবং সমাজসেবী দুটোই সামলাচ্ছেন সুকুমার ভাদুরি। সম্প্রতি নিজের ওয়ার্ডে তিনি সম্বর্ধনাও পেয়েছেন। তিনি জানান এ এমন আর কিছু না, সারা বছর কিছু করি মানুষের জন্য। ভগবান তাই আমাকে তার পুরস্কার দিচ্ছেন। আমার কথা, জন্ম নিয়েছো যখন মানুষ হয়ে , কিছু ভালো কর্ম তো তোমাকে করতেই হবে। তবেই তো তুমি মানুষ। আজকে ভারতবর্ষের বহু মানুষ এক বেলা খেয়ে দিন কাটান, আমরা যদি তাদের পাশে দিয়ে দাড়াই খুব একটা ক্ষতি কি আমাদের হবে?আমি পুজো করি, খেলাকে ভালবাসি , এবং সমাজসেবা করি এটাই আমার পরিচয়। মানুষের সেবা করাই ভগবানের সেবা করা বলে আমি মনে করি।

সুকুমার ভাদুরি আরো জানান, আমার প্রয়োজন কিছুই নেই, দুটো মানুষের পাশে দাঁড়ানো আমার তাগিদ। বললেন সুকুমার ভাদুড়ী। তিনি এও বলেন আমি নিজে মনে করি কোন কিছুই অসম্ভব নয়, শুধুমাত্র মনের ইচ্ছাটা থাকতে হবে। তবে সবকিছু পাওয়া যাবে। সব কিছু করা যাবে। এদিকে সুকুমার বাবুকে সারা শিলিগুড়ির মানুষ চেনেন এবং জানেন। এটা নিয়ে তিনি মোটেই গর্বিত নন। তার কথায় প্রশংসা পাওয়া আমার লক্ষ্য নয়, সেবা করাই আমার একমাত্র লক্ষ্য, আর এটাই আমি করে যাব এমনটাই জানালেন সুকুমার ভাদুড়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *