প্রচন্ড কনকনে ঠান্ডা, কাঁপছে শহর শিলিগুড়ি
শিলিগুড়ি : প্রচন্ড ঠান্ডায় কাঁপছে শিলিগুড়ি এদিন সকাল থেকেই ঠান্ডা হাওয়া এবং মেঘলা আবহাওয়া কাঁপিয়ে দিয়েছে শহর শিলিগুড়িতে। লোকজন সকালে বের হতে অনেকটাই দেরি করে ফেলেন। প্রচন্ড ঠান্ডায় বাইরে বের হতে সাহস করছেন না সাধারণ মানুষ। গত তিনদিনে শিলিগুড়িতে তাপমাত্রা কমে গেছে অনেকটাই। এতটাই কমে গেছে যে গরম জামা কাপড় প্রায় তিনগুণ পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামীকাল থেকে ঠান্ডা আরো বাড়তে পারে অর্থাৎ তাপমাত্রা আরো কমবে।


