প্রতি মাসে টাকা রাজ্যের ছাত্রছাত্রীদের ব্যাঙ্কে, শিক্ষায় উত্সাহ দিতে কল্পতরু এ রাজ্যের মুখ্যমন্ত্রী
বেস্ট কলকাতা নিউজ : তিনি রাজ্যবাসীর মন জয় করেছেন একাধিক সামাজিক প্রকল্পে। আর এবার মুখ্যমন্ত্রী কল্পতরু হলেন ছাত্রছাত্রীদের মন জয়ে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর এবার থেকে মাসে মাসে টাকা ঢুকবে ছাত্র-ছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। রাজ্য সরকার এবার আরও বেশি সংখ্যক ছাত্র-ছাত্রীদের বৃত্তি দেবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলার্শিপ এর অধীনে ।এতদিন মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিকে ৭৫ শতাংশ নম্বর পেলে এই বৃত্তির টাকা তবেই পাওয়া যেত। তবে এবার থেকে ছাত্রছাত্রীরা স্কলারশিপের টাকা পাবে ৬০ শতাংশ নম্বর পেলেই । বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী এমনটাই ঘোষণা করলেন ।
ছাত্রছাত্রীরা মাসিক ১০০০ থেকে ৮০০০ টাকা পর্যন্ত পেত স্কলারশিপের আওতায় ।রাজ্য সেই টাকা দিত পারিবারিক আয় এবং অন্য সমস্ত তথ্য খতিয়ে দেখেই । এবার আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রী যাতে পড়াশোনায় আগ্রহী হতে পারে এবং আর্থিক সমস্যা যাতে কোনওভাবেই পড়াশোনার অন্তরায় হয়ে না দাঁড়ায় সে জন্যই মমতা ব্যানার্জি এই ঘোষণা করলেন।এবার রাজ্য আরও উদ্যোগী হল রাজ্যের ছেলেমেয়দের উচ্চশিক্ষার জন্য।