প্রতিটি অকেশন মানুষের লাগে চা ,আর তাই বিখ্যাত শিলিগুড়ির নেতাজি কেবিন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : নভেম্বরের প্রথম দিক, শীত সবে পড়তে শুরু করেছে। এদিন সকালে ছিল ছট পুজো। তাই অন্য অন্য উৎসবের মতো এদিনও কোনো বিরাম ছিলোনা নেতাজি কেবিনের। ভিড় ক্রমশ বাড়তে থাকে । এত লোক আসছেন চা খাচ্ছেন এবং চলে যাচ্ছেন। সবারই একটা চিন্তা একটু অন্যরকম সকাল, তাই প্রয়োজন প্রচন্ডভাবে চা পান করা। শিলিগুড়ির সব দোকানেই সকাল থেকে এদিন ভিড় চোখে পড়ে । বিশেষ করে যারা চা খেতে ভালোবাসেন না তারাও এদিন সকালে ভিড় করেন বিধান মার্কেটে নেতাজি কেবিনে।

শিলিগুড়ি এমনি বিখ্যাত চায়ের জন্য। আর তাইতো চা নিয়ে একটা অহংকার আছে শিলিগুড়ির মানুষের মধ্যে। সেটা যদি নেতাজি কেবিন হয় তবে তো গর্বের ব্যাপার। তাই একদম খাই না পেয়েও এক কাপ চা পেতে হবে , এই উদ্দেশ্যে লোক সকাল থেকেই ভিড় করেন বিধান মার্কেটে নেতাজি কেবিনে। বাড়ি গিয়ে বলতে পারবেন তো? আজকে আর চা বানিও না চা খেয়ে এসেছি নেতাজি কেবিন থেকে। আর এটাই চলছে , পাল্লা দিয়ে সবাইকে পিছনে ফেলে চা বিক্রি করছে নেতাজি কেবিন। এই ছট পূজা সকালেও যেটার কোনো ব্যতিক্রম হলো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *