প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ দেওয়ার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল পরীক্ষার্থীরা
বেস্ট কলকাতা নিউজ : প্রাথমিকে ১৩ ,৪২১ টি শূন্য পদে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় সুযোগ দেওয়ার দাবি জানিয়ে হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চের দ্বারস্থ ২০১৭ ও ২০২২ সালের প্রাথমিক টেট অনুতীর্ণ পরীক্ষার্থীরা ৷ কয়েকদিন আগেই প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ৷ পুজো মিটলেই নিয়োগ শুরু করা হবে বলে ঘোষণা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই নিয়োগে সুযোগ দেওয়ার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের পুজো অবকাশকালীন বেঞ্চে (ভ্যাকেশন বেঞ্চে) আবেদন জানালেন 2017 ও 2022 সালের টেট অনুতীর্ণ পরীক্ষার্থীরা। আগামিকাল অর্থাৎ ৩ অক্টোবর এই মামলার শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা।

মামলাকারীদের দাবি, ২০১৭ ও ২০২২ সালের টেট পরীক্ষায় মোট ৪৭ টি প্রশ্নের উত্তর ভুল থাকায় সে ব্যাপারে কলকাতা হাইকোর্ট রাজ্যের অন্যতম দু’টি বিশ্ববিদ্যালয়ে (প্রেসিডেন্সি ও যাদবপুর) শিক্ষকদের ও প্রাথমিক শিক্ষা পর্ষদের একজন প্রতিনিধিকে নিয়ে কমিটি গঠন করে দিয়েছিল ৷ গত জুলাই মাসে চার সপ্তাহের মধ্যে সেই কমিটির মতামত রিপোর্ট আকারে আদালতে জমা দিতে নির্দেশ দেওয়া হলেও এখনও সেই রিপোর্ট জমা পড়েনি। ফলে ২০১৭ ও ২০২২ সালের প্রার্থীরা এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন না। অথচ তাদের বেশির ভাগই ১ ও ২ নম্বরের জন্য টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি । এই পরিপ্রেক্ষিতে প্রার্থীদের দাবি, হয় তাঁদের প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৫প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেওয়া হোক। অথবা নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার আবেদন জানাবে তাঁরা। কারণ আদালতের নির্দেশ থাকার সত্তেও প্রাথমিক শিক্ষা পর্ষদ সময়ে রিপোর্ট দিতে না-পারার জন্য প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ থেকে তাঁরা বঞ্চিত হবেন কেন ?