কলকাতা পুরসভা বাড়ির ছাদ ঢালাইয়ের সুযোগ করে দিচ্ছে মাত্র ১০০ টাকায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এবার বস্তিবাসীদের জন্য সুখবর শোনালো কলকাতা পুরসভা ৷ এবার মাত্র ১০০ টাকায় বাড়ির ছাদ ঢালাই করতে পারবেন তাঁরা৷ কলকাতা পুরসভার মেয়র পারিষদদের বৈঠকে সম্প্রতি নেওয়া হয়েছে এমনই সিদ্ধান্ত৷ রবিবার বেহালার একটি অনুষ্ঠানে মেয়র ফিরহাদ হাকিমের সামনেই মেয়র পারিষদ(নিকাশি) তারক সিং সেকথা জানান ৷ টিন, অ্যাসবেস্টাস ছাড়াও পাকা বাড়ি নির্মাণ করা যাবে ঝুপড়িতেও৷ তারজন্য মাত্র ১০০ টাকা দিয়ে পুরসভায় একটি আবেদন করলেই হবে৷ খুব শীঘ্রই এই নিয়ম কার্যকর করা হবে আইন করেই৷

মেয়র পারিষদ তারক সিং আরও বলেন, রাজ্য সরকার ইতিমধ্যেই ঠিকা টেনেন্সির জমিতে বহুতল বানানোর ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে । কলকাতা ও হাওড়া শহরে পুরসভার বিল্ডিং রুল অনুযায়ী ওই বহুতল নির্মাণ করা যাবে। এছাড়াও ঠিকা টেনেন্ট নিজে অথবা ভাড়াটিয়ার সঙ্গে যৌথভাবে বাড়ি সংস্কারের কাজ করতে পারবেন পুর আইন মোতাবেক । তবে বহুতল নির্মাণ হোক বা বাড়ির সংস্কার, সেখানে উভয়
ক্ষেত্রেই রাজ্য সরকার ভাড়াটিয়ার অধিকার সুরক্ষিত রাখার বিষয়টিও নির্দিষ্ট করে দিয়েছে ।

আরও জানা গিয়েছে, ভাড়াটেরা বহুতল নির্মাণের জন্য ব্যাঙ্ক থেকে ঋণও পাবেন । অথবা রাজ্য সরকারের ‘আমার বাড়ি’ প্রকল্পের সুবিধাও নিতে পারবেন। তবে কোনও প্রমোটারকে দিয়ে আবাস নির্মাণ করা যাবে না বলে পরিস্কার করে জানিয়ে দিয়েছেন কলকাতার মেয়র ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে প্রায় ৫০ লক্ষ বস্তিবাসী উপকৃত হতে চলেছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *