পড়াশোনা বন্ধ হয়েছে চরম অভাবের তাড়নায় , এই ‘মাস্টার দাদার’ এক কঠিন প্রাণপাত দুঃস্থ পড়ুয়াদের ‘মানুষ’ করতে
বেস্ট কলকাতা নিউজ : টাকার অভাবে ইচ্ছে থাকলেও বেশিদূর পড়াশুনা হয়নি। আর আজ সেই ছেলেটাই এলাকার দুঃস্থ বাচ্চাদের উচ্চশিক্ষিত করার লক্ষ্যে প্রাণপাত করছে। নিজের হারিয়ে যাওয়া স্বপ্নকে যেন সেই সব দুঃস্থ ছেলে-মেয়ের চোখ দিয়েই দেখতে চাইছেন মালদহের এক যুবক ধ্রুব দাস। না এটা কোন সিনেমার চিত্রনাট্য নয়। বাস্তবে এমনই কাণ্ডে শোরগোল ফেলে দিয়েছেন তিনি। সংসারের হাল ধরতে যে ছেলেটাকে উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরোনোর পর টোটো নিয়ে রাস্তায় নেমে পড়তে হয়েছে সেই ছেলেটাই আজ এলাকার ৭০ জন দুঃস্থ বাচ্চার পড়াশুনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন।