ফরাক্কায় ড্রেজিং না-হওয়ার কারণে জলমগ্ন হয়েছে শহর কলকাতা ! ডিভিসি-কে তীব্র খোঁচা দিয়ে দাবি করলেন মুখ্যমন্ত্রী
বেস্ট কলকাতা নিউজ : রাতভর প্রবল বৃষ্টির পর বিপর্যস্ত পরিস্থিতি শহর কলকাতার ৷ আর এই পরিস্থিতির জন্য দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি-কে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর দাবি, ডিভিসি ফরাক্কায় দীর্ঘদিন ড্রেজিং না-করার কারণেই নাকি হুগলি নদীতে পলি জমেছে ৷ আর সেই কারণেই, সোমবার রাত থেকে হওয়া টানা বৃষ্টিতে কলকাতা শহর জলমগ্ন হয়েছে বলে অভিযোগ করেছেন মমতা ৷

মুখ্যমন্ত্রী আরোও বলেন, “ফরাক্কার জল বাংলাদেশকে দেওয়া হয়েছে ৷ কিন্তু, ড্রেজিং হয়নি ৷ নদীতে পলি জমতে-জমতে গঙ্গা ভরে গিয়েছে ৷ ফলে অতিরিক্ত জল নামার জায়গা নেই ৷ বাংলার জল আমরা সামলাতে পারি, কিন্তু বিহার-উত্তরপ্রদেশের জলও সামলাতে হচ্ছে ৷ এর জন্য কোনও অর্থ বরাদ্দ করেনি কেন্দ্র ৷ এত বড় সমস্যা কেন্দ্রের অবহেলার ফল ৷”
তার আরো বক্তব্য, “এমন বৃষ্টি ১৯৭৮ সালের পর আর হয়নি ৷ প্রকৃতির বাঁধ ভেঙে গিয়েছে, মেঘ ফেটে অঝোরে বৃষ্টি নামছে ৷ কলকাতা, হাওড়া, হুগলির মতো জেলাগুলিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ বিশেষ করে কলকাতায় পরিস্থিতি চরম ভয়াবহ ৷ মহালয়ার হাই টাইডের প্রভাবের কারণে শহরের জটিলতা আরও বেড়েছে ৷” মুখ্যমন্ত্রীর আরোও অভিযোগ , “প্রতিবছর ডিভিসির জল ছেড়ে দেওয়ার কারণে দক্ষিণবঙ্গ প্লাবিত হয় ৷ ডিভিসি তো ১৫ বছর ধরে ড্রেজিং করছে না ৷ নদীর জলধারণ ক্ষমতা একেবারে নষ্ট হয়ে গিয়েছে ৷ তাই জল নামছে না ৷ এই দায় কেন্দ্রের ৷ আমরা চাইলে সামলাতে পারি ৷ কিন্তু, বাইরের জল সামলানো আমাদের কোনো কাজ নয় ৷”