ফের করোনার থাবা, চিকিত্সকের মৃত্যু হলো শহর কলকাতায়
বেস্ট কলকাতা নিউজ : দেশজুড়ে প্রায় প্রতিদিনই হাজার হাজার মানুষের মৃত্যুর খবর আসছে করোনাভাইরাসের প্রকোপে। এক অনিবার্য পরিণতির সামনে মৃত্যুকেই যেন বরণ করে নিতে হচ্ছে মানুষকে। করোনার থাবায় প্রাণ গেল ফের এক চিকিত্সকের। চিকিত্সক সঞ্জয় সেন ভর্তি ছিলেন মেডিকা হাসপাতালে। ৬৫ বছরের সঞ্জয়বাবু একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ। তিনি যুক্ত ছিলেন সল্টলেকের এক বেসরকারি হাসপাতালের সঙ্গেও।
তাঁকে মেডিকা হাসপাতালে ভর্তি করা হয় করোনাভাইরাস ধরা পড়ার পর। গত ১৪ আগস্ট শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাখা হয় এমনকি ইকমো সাপোর্টেও। তাতেও শেষরক্ষা করা সম্ভব হল না। চিকিত্সকদের সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করে ডাক্তার সঞ্জয় সেন অবশেষে প্রয়াত হলেন। আগস্টের দশ তারিখে রাজ্য একই সঙ্গে হারিয়েছে তিন চিকিত্সককে।একমাস হওয়ার আগেই ফের করোনার থাবায় আর এক চিকিত্সক চলে গেলেন সেপ্টেম্বরের শুরুতেই।