ফের করোনার থাবা, জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ হস্টেলের পড়ুয়ারা বাড়ি ফিরছে চরম আতঙ্কে!
বেস্ট কলকাতা নিউজ : দেশে করোনা সংক্রমণ ফের ভয় ধরাচ্ছে মানুষের মনে। এবার তাঁরই আচ পড়ল জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে। ইতিমধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়েছে কলেজে। ইতিমধ্যে করোনায় ৫ জন আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে।
পড়ুয়ারা আতঙ্কে হস্টেল ছেড়ে বাড়ির পথে রওনা দিয়েছে শনিবার থেকে। গতকাল রবিবার হস্টেল ছেড়ে বাড়ি গিয়েছে অনেক পড়ুয়াও । জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে কলেজে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করা হয়েছে কলেজ কতৃপক্ষের অনুরোধে।
এদিকে পড়ুয়াদের অভিভাবকরাও চিন্তিত সংক্রমণ নিয়ে । প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পঠনপাঠন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে কলেজের তরফে। সেই সঙ্গে পিছিয়ে দেওয়া হয়েছে তৃতীয় বর্ষের পরীক্ষাও। কলেজের তরফে পড়ুয়াদের হস্টেল ছাড়ার নির্দেশ না দিলেও হস্টেলের ১৫০ জন পড়ুয়াদের মধ্যে গোটা দশেক ছাত্র যারা বর্তমানে হস্টেলে থাকলেও পরে তারাও বাড়ি ফিরবেন।