ফের চিতাবাঘ খাঁচা বন্দী হল জলপাইগুড়ি জেলার গেন্দ্রাপাড়া চা বাগানে
জলপাইগুড়ি : জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের গেন্দ্রাপাড়া চা বাগান এর ২০-২১ নম্বর সেকশনে ফের খাঁচাবন্দি হল একটি চিতাবাঘ। এদিকে এদিন রাতে বয়স্ক চিতা বাঘের খাঁচা বন্দি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই মানুষ ভিড় জমান এলাকায়। এমনকি খবর পেয়ে এদিন বনদপ্তরের কর্মীরা পৌঁছে চিতা বাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। বনদপ্তরের কর্মীরা এলাকায় টহলদারি চালিয়ে যাচ্ছেন বলেওএদিন বনদপ্তর সূত্রে জানানো হয়। তবে রাতের অন্ধকারে এদিন চিতাবাঘ খাঁচা বন্দি হওয়ার ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে বারংবার চা বাগান এলাকায় চিতা বাঘের আনাগোনায় চিন্তায় ঘুম উড়েছে চা বাগান এলাকার বাসিন্দাদের।


