তেলের ভান্ডার অশোকনগরে, বদলে যেতে পারে এ রাজ্যের আর্থসামাজিক চিত্রটাই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কোলকাতা নিউজ : বলা হয়ে থাকে জীবনটা বদলে যায় সোনা হাতে পেলে। আর সেখানে এ রাজ্যে অশোকনগরে মিলেছে যেন এক প্রকার সোনার সন্ধান। না অবশ্য সোনা নয় তবে তরল সোনা তো বটেই। খনিজ তেলকে তো তরল সোনা বলাই যায়।

বাইরে থেকে তেল আমদানি করতে গিয়ে এদেশের বিদেশি মুদ্রার অনেকটাই তো বেরিয়ে যায়। সেখানে যখন মাটির তলায়  সন্ধান মেলে মজুত তেলের তখন তো উচিত এলাকার মানুষের আর্থ-সামাজিক অবস্থাটাই পাল্টে যাওয়ার। তবে তেলের সন্ধান পেলে তা  দেশের‌ পক্ষে সামগ্রিকভাবে ভালো ঠিকই। কিন্তু এর সুবিধা ঠিকমতো পাবে তো স্থানীয় মানুষ সে নিয়েও  প্রশ্ন উঠছে ইতিমধ্যে- কি পাবে তারা? ইতিমধ্যেই একপ্রকার ইতিহাস সৃষ্টি হয়েছে এ রাজ্য।  পশ্চিমবঙ্গ ভারতের তেলের মানচিত্রে ঢুকে গেল অশোকনগরের দৌলতে।প্রসঙ্গত পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান উত্তর ২৪ পরগণার অশোকনগরে আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাণিজ্যিক তেল উত্তোলন কেন্দ্রের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *