ফের টাকার পাহাড় মিলল রাজ্যে ! দাপুটে এই মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার বান্ডিল-বান্ডিল নোট
বেস্ট কলকাতা নিউজ : আবারও রাজ্যে কাঁড়ি-কাঁড়ি টাকা উদ্ধার। লোকসভা নির্বাচনের ঠিক মুখে রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে মিলল লক্ষ-লক্ষ টাকা। এর আগে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে হানা দিয়েছিল ED। সেখানেও মিলেছেলি পাহাড় প্রমাণ টাকা। এবার মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে মিলল ৪১ লক্ষ টাকা, ইডি সূত্রের এমনই খবর।
গতকালই শহর কলকাতার একাধিক এলাকার পাশাপাশি বীরভূমের বোলপুরে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে হানা দেন ইডির তদন্তকারীরা । একটানা ১৪ ঘণ্টা ধরে ওই বাড়িতে চলে তল্লাশি, সেই সঙ্গে চলে জিজ্ঞাসাবাদও। নিয়োগ দুর্নীতির তদন্তেই ওই অভিযান বলে জানা গিয়েছিল। সেই তল্লাশিতে চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে মিলেছে ৪১ লক্ষ টাকা উদ্ধার করেছে ইডি, এমনই খবর সূত্রের। কেন্দ্রীয় সংস্থা সূত্রে আরও খবর, মন্ত্রীর মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে। সেটির পরীক্ষার জন্য CFSL-এ পাঠানো হতে পারে।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়দের গ্রেফতার করেছে ED। পরবর্তী সময়ে দফায় দফায় তাদের জেরা করেই রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নামও উঠে আসে। তারই ভিত্তিতে গতকাল ইডির অফিসাররা মন্ত্রীর বীরভূমের বাড়িতে হানা দেন। টানা চলে তল্লাশি। সূত্রের খবর, সেই তল্লাশিতেই মিলেছে ওই লক্ষ লক্ষ টাকা। শুধু টাকাই নয়, তল্লাশিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার হয়েছে বলে খবর মিলেছে। তবে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানিয়েছেন, তিনি তদন্তে সহযোগিতা করবেন ইডিকে।