পুলিশের ফের বড় সাফল্য, ১৬১ কেজি রূপোর গহনা, ৪৮০ মোবাইল ফোন উদ্ধার হল ফল বোঝাই ট্রাক থেকে !
বেস্ট কলকাতা নিউজ : বুধবার পেট্রাপোল থানার পুলিশ ১৬১ কেজি রুপার গহনা ও ৪৮০ টি ব্যবহৃত এবং নতুন মোবাইল ফোন উদ্ধার করে বাংলাদেশগামী একটি বেদানা বোঝাই ফলের গাড়ি থেকে।পুলিশ ওই গাড়ির ড্রাইভার ও খালাসীকে গ্রেফতার করে ঘটনার পরই । জানা গেছে এদিন রাজস্থান থেকে ফল বোঝাই করা ওই ট্রাকটি পেট্রাপোল সীমান্তে এসেছিল বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে। জানা গিয়েছে, গাড়িটি লাইনে দাঁড়িয়ে ছিল এক্সপোর্ট এর জন্যেই। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে উত্তর ২৪ পরগনার পেট্রাপোল থানার পুলিশ এলাকার সাব-ইন্সপেক্টর গণেশ বাবুর নেতৃত্বে ড্রাইভারকে আটক করে ট্রাক সহকারে। ধৃতদের নাম থাকরা রাম ও লাডা রাম। তৎকালীন সময়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন বনগাঁর এসডিপিও।

ট্রাকটির তল্লাশির পর পেট্রাপোল থানার পুলিশ ৫২ টি ফলের ক্যারেডের মধ্যে থেকে ১৬১ কেজি রুপার গহনা ও ৪৮০ টি ব্যবহৃত এবং নতুন মোবাইল ফোন উদ্ধার করে। জানা গেছে যার আনুমানিক বাজার মূল্য প্রায় দু’কোটি টাকা বলেই ।অভিযুক্তদের আদালতে তোলা হয়েছে বলেও জানা গেছে। পাশাপাশি আর কারা এই পাচারকাণ্ডে যুক্ত পুলিশ সে বিষয়ে খতিয়ে দেখছে।