বরাদ্দ বাড়লো মিড ডে মিলের , শিলিগুড়িতেও পরিবর্তন পড়ুয়াদের মিড ডে মিলের পাতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : বরাদ্দ বাড়লো মিড ডে মিলে, সেই সাথে সাথে শিলিগুড়িতেও পড়ুয়াদের মিড ডে মিলের পাতে পরিবর্তন দেখতে পাওয়া গেল। এদিকে পড়ুয়াদের পাতেও সবজি দেখা গেলো , এমনকি ছাত্র-ছাত্রীরাও এদিন খাবার খেলো খুশিমনে । শিলিগুড়ির বেশ কয়েকটি স্কুলেও শুরু হয়ে গেলো পরিবর্তিত খাবার দেওয়া। দিদিমণিরাও জানান আমাদের নিজের হাতে তো কিছুই নেই, সরকারের নিয়ম অনুযায়ী আমাদের চলতে হয়। তবে সরকার যে বরাদ্দ বাড়িয়েছে তাতে আমরাও খুশি। আর কিছু না হোক ভালো মন্দ খাওয়াতে পারব। শিলিগুড়িতে এদিন আশ্রমপাড়া ১৪ নম্বর ওয়ার্ডের একটি স্কুলে মিড ডে মূলে দেখা গেল তরকারি এবং ভাত। যেটা আগে উধাও হয়ে গিয়েছিল। পড়ুয়ারা খুশি খাবারের এই পরিবর্তনে।

এদিকে আবার দিদি মনিরা জানিয়েছেন অনেক অভাবী সংসারের খাওয়া-দাওয়া ঠিক মত হয় না, অভিভাবকেরাও দুশ্চিন্তার মধ্যে থাকেন। তাদের সন্তানকে কিভাবে কি খাইয়ে বড় করবেন, মিড ডে মিলে যদি আমরা একটু ভালো মতো খাওয়াতে পারি আমার মনে হয় তবে সবারই একটু সুরাহা হবে। সরকারের কে ধন্যবাদ মিড ডে মিলের বরাদ্দ বাড়ানোর জন্য। শিলিগুড়ি জলপাইগুড়ি এইসব জায়গায় মিড ডে মিলের বিরুদ্ধে কোন অভিযোগ নেই, বিশেষ করে খাবারের দিক থেকে, তাই এবার বরাদ্দ বাড়ায় বাচ্চাদের একটু ভালো জিনিস দেওয়া যাবে বলে জানিয়েছেন অভিভাবকেরা। এরপরে যদি সরকার আবার মিড ডে মিল এর বরাদ্দ বাড়ায় তবে উপকৃত হবে সকলেইএমনটাই জানিয়েছেন শিলিগুড়ির একটি প্রাথমিক স্কুলে ভারপ্রাপ্ত শিক্ষকও । আমাদেরও ভালো লাগবে, জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *