বহুতল আবাসনে ঢুকে চুরি শহর শিলিগুড়িতে , ২ জনকে গ্রেপ্তার করলো পুলিশ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়ির খালপাড়ার একটি আবাসনে, চুরির অভিযোগে দুজনকে গ্রেফতার করল পুলিশ। ওই দুজন শিলিগুড়ির বাসিন্দা বলে জানা গেছে। ওই আবাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ ছিল অনেকদিন ধরেই। তাদের জেরা করে তাদের কাছ থেকে আসল তথ্য বের করার চেষ্টা চালায় পুলিশ। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। তারা আরো জানান শিলিগুড়িতে এখন প্রায় প্রত্যেক দিনই উৎপাত শুরু হয়ে যায় বহিরাগত যুবকদের। সন্ধ্যার পর মহিলাদের বাইরে বের হওয়াও একরকম দায় হয়ে পড়ে। কে কোথা থেকে কোন অপরাধে জড়িত হয়ে যাবে জানতেও পারা যায় না। অবিলম্বে বিশেষ করে সিকিউরিটি গার্ডের কাজে যারা যারা জড়িত থাকবেন তাদের পরিচয় পত্র দেখে নেওয়া হবে বলে জানায় ওই আবাসনের বাসিন্দারা। পরপর চুরির ঘটনায় স্বাভাবিকভাবে ক্ষুব্ধ শহর শিলিগুড়ির সাধারণ মানুষও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *