বাংলা দেশের প্রাক্তন অধিনায়ক শাকিব গড়লেন এক নতুন মাইলস্টোন
বেস্ট কলকাতা নিউজ : নির্বাসন কাটিয়ে বাইশ গজে ফিরেই ফের সাকিব আল হাসান এক দুর্দান্ত ফর্মে৷ সোমবার বাংলাদেশের এই প্রাক্তন অধিনায়ক গড়লেন এক অনন্য মাইলস্টোন৷ শাকিব হলেন বিশ্বের একমাত্র ক্রিকেটার, যিনি তিন ফর্ম্যাট মিলিয়ে নিলেন ব্যাটে ছ’হাজার রান এবং তিনশোর বেশি উইকেট৷
নির্বাসন কাটিয়ে শাকিব বল হাতে দারুণ পারফর্ম করে ম্যাচের সেরা হয়েছিলেন মাঠে ফিরেই৷ আর সোমবার চট্টগ্রামে বাংলাদেশের বছর তেত্রিরিশের অল-রাউন্ডার সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে দুরন্ত হাফ-সেঞ্চুরিও করেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৷ সেই সঙ্গে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে,শাকিব অর্জন করলেন একই দেশের হয়ে তিন ফর্ম্যাটে ৬০০০ রান এবং ৩০০ বেশি উইকেট নেওয়ার কৃতিত্বও৷
টেস্ট, ওয়ান ডে এবং আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বাংলাদেশের হয়ে শাকিব ৬ হাজার রানের মালিক হন৷ এর আগেই তাঁর ঝুলিতে রয়েছে তিনশোর বেশি উইকেট৷ এক বছরের নির্বাসন কাটিয়ে মাঠে নেমে ব্যাট হাতে সফল না-হলেও বাংলাদেশি অল-রাউন্ডার ম্যাচের সেরা হয়েছিলেন বল হাতে চার উইকেট নিয়ে৷