“বাংলা বললে যদি বাংলাদেশে পাঠানো হয়, তাহলে হিন্দি, উর্দু বলায় বিজেপিকে পাকিস্তানকে পাঠানো হোক” , লোকসভায় এমনটাই মন্তব্য করলেন সাংসদ শতাব্দী রায়
নিজস্ব সংবাদদাতা : “বাংলা বললে যদি বাংলাদেশে পাঠানো হয়, তাহলে হিন্দি, উর্দু বলায় বিজেপিকে পাকিস্তানকে পাঠানো হোক” , এমনটাই মন্তব্য করলেন লোকসভায় সাংসদ শতাব্দী রায় । তিনি আরোও জানান এইভাবে বাংলা এবং বাঙালিদের কোনঠাসা করে যেভাবে বিজেপি বাংলায় চাপ সৃষ্টি করছে সেটা চরম অন্যায়। এটা কোনভাবেই মেনে নেওয়া যাবে না। ওরা হিন্দি ভালোবাসে তাই ওরা পাকিস্তানে গিয়ে থাকুক। এটাই ওদের আসল দরকার, এমনটাই জানালেন সাংসদ শতাব্দী রায়।


