বাংলাদেশে অন্যায় ভাবে হত্যা করা হচ্ছে হিন্দু নাগরিকদের, শিলিগুড়িতে প্রতিবাদ মিছিলে নামলো হিন্দুত্ববাদী সংগঠন বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ
শিলিগুড়ি : বাংলাদেশে অন্যায় ভাবে হত্যা করা হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ আসছে। হিন্দু সংগঠন বলে বিভিন্নভাবে প্রতিবাদ করা হচ্ছে। এদিন হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে শিলিগুড়ি ভেনাস মোড়ে এক বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন হিন্দু সংগঠনের বিভিন্ন শাখার সন্ন্যাসীগণ। এদিন তারা রীতিমতো ক্ষোভের সাথে জানান যেভাবে বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে সারা পৃথিবীতে এরকম কোন নজির নেই। এটা হিন্দুদের কাছে লজ্জার, এবং আশংকার। আজকে আমাদের কাছে এর প্রতিবাদ করা ছাড়া অন্য কোন উপায় নেই। আজকে আমাদের এই প্রতিবাদ দেখে , সারা বাংলার অন্যান্য জায়গায় হিন্দু সংগঠনগুলির প্রতিবাদ করুক এটা আমরা চাই। তাই আজকের আমাদের এই প্রতিবাদের উদ্দেশ্য সারা বাংলায় হিন্দু সংগঠনগুলিকে এক করা। যাতে বিশ্ব বুঝতে পারে হিন্দুরা দুর্বল নয়। হিন্দুদের জাগিয়ে তুললে তারা জেগে ওঠে প্রতিবাদের ঝড় তুলতে পারে।


