বাগডোগরা সেনা ছাউনি থেকে ফের গুপ্তচর সন্দেহে গ্রেফতার হল ১ বাংলাদেশি অনুপ্রবেশকারী
বেস্ট কলকাতা নিউজ : গুপ্তচর সন্দেহে সেনা ছাউনি থেকে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী ৷ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুধু তাই নয় জানা গিয়েছে, সেনা ছাউনির ভিতরে বরাতপ্রাপ্ত রাস্তার কাজের সুপারভাইজার পরিচয় দিয়ে সেনা ছাউনিতে প্রবেশ করেছিল ওই বাংলাদেশি। ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে সীমান্ত নিরাপত্তার পাশাপাশি পুলিশি নজরদারি নিয়েও। এর আগে চলতি বছরের জুলাই মাসেও দু’জন বাংলাদেশি অনুপ্রবেশকারী একইভাবে সেনা ছাউনি থেকে গুপ্তচর সন্দেহে গ্রেফতার হয়েছিল। প্রসঙ্গত, উত্তরবঙ্গের সব থেকে গুরুত্বপূর্ণ ও বড় সেনা ছাউনি হল বাগডোগরার ব্যাঙডুবি সেনা ছাউনি। বারবার ওই সেনা ছাউনি থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার হওয়ায় স্বভাবতই চিন্তায় সেনা আধিকারিকরা।

শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি রাকেশ সিং বলেন, “এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। সেনা জওয়ানরাই তাকে পাকরাও করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে। পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাব আমরা। কীভাবে ও কী উদ্দেশে ওই অনুপ্রবেকারী সেনা ছাউনিতে প্রবেশ করেছিল তা খতিয়ে দেখা হবে। ঘটনায় আর কারা জড়িত রয়েছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে।” এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই বাংলাদেশির নাম নন্দ মণ্ডল। সে বাংলাদেশের মুন্সিগঞ্জের চাঁরিগাওয়ের বাসিন্দা। ১৯৯০ সালে অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। এরপর থেকে জলপাইগুড়িতে বাস করছিল। এ দেশে প্রবেশ করে দালালের সাহায্যে মোটা টাকার বিনিময়ে ভারতের পরিচয়পত্র তৈরি করে নিয়েছিল।

