করোনায় আক্রান্ত হলো নবান্নের এক আমলা , ৫ লক্ষ ছাড়াল এ রাজ্যের করোনা পরীক্ষার সংখ্যা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : রাজ্যে করোনা সংক্রমণ থেকে ৫০৯ জন সুস্থ হয়েছেন গত ২৪ ঘন্টায়। এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩৭ জন। সুস্থতার হার ৬৫.‌৭৮ শতাংশ। বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে জানানো হয় গত ২৪ ঘন্টায় নতুন করে ৬৪৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৮১৯ জন। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৮৩ জন। নতুন করে রাজ্যে মৃত্যু হয়েছে ১৬ জনের। মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াল ৬৯৯ জন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১০ হাজার ৪০৫টি।এখনও পর্যন্ত মোট ৫ লক্ষ ৮ হাজার ১টি করোনার পরীক্ষা হয়েছে।

এদিকে করোনা ভাইরাস -এ আক্রান্ত হয়েছেন নবান্নে কর্মরত এক আইএএস অফিসারও। অপরদিকে নাইসেডের অধিকর্তার শারীরিক সমস্যা বাড়লে তাঁকে ভর্তি করা হয় বাইপাশের ধারে এক বেসরকারি হাসপাতালে। রবিবার তাঁর শরীরে দেখা যায় করোনার উপসর্গ।রিপোর্ট পজিটিভ আসে সোমবার রাতে । তারপর থেকে তিনি ছিলেন হোম আইসোলেশনে। কিন্তু অসুস্থতা ক্রমশ বাড়ায় এদিন তিনি ভর্তি হন বেসরকারি হসপিটালে। বুকের সিটি স্ক্যান করা হয়। তাতে ধরা পড়েছে ফুসফুসে সংক্রমণ। হাসপাতাল সূত্রে আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *